Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে গেলে ৭ দিনে বেল পাবেন সাড়ে ১০ কোটি টাকা


২২ জুলাই ২০১৯ ১৫:৩৯

প্রাক মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের ফরাসি কোচ জিনেদিন জিদান এই ম্যাচে মাঠে নামাননি ওয়েলস তারকা গ্যারেথ বেলকে। ম্যাচ শেষে বেলকে নিয়ে নিজের হতাশার কথা লুকাননি জিদান। ফরাসি এই কোচ জানিয়েছেন, শিগগিরই রিয়াল ছাড়বে বেল।

এরই মধ্যে বেলকে নিয়ে নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছে চীনের ক্লাব বেইজিং গুয়ান। ওয়েলস তারকার জন্য প্রতি সপ্তাহে তারা ১ মিলিয়ন পাউন্ড বেতন দিতে রাজী আছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৫৫ লাখ টাকা। চাইনিজ সুপার লিগে নাম লেখালে বেল হয়ে যাবেন বিশ্বের প্রথম ফুটবলার, যিনি প্রতি সপ্তাহে ১ মিলিয়ন পাউন্ড আয় করবেন।

বিজ্ঞাপন

রিয়ালের কোচ জিদান জানিয়েছেন, ‘বেল এই ম্যাচে (বায়ার্ন মিউনিখ) খেলেনি কারণ সে শিগগিরই ক্লাব ছাড়বে। সেটি কালকে হলেই ভালো। আমরাও আশা করি, সে দ্রুতই ক্লাব ছাড়ুক। সেটি দুই পক্ষের জন্যই ভালো। এরই মধ্যে টিম ম্যানেজমেন্ট তার চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক আগামী দিনে কী হয়! সকলের ভালোর কথা ভেবেই দ্রুত বেল ক্লাব ছাড়বে। সেটা আগামী ২৪ বা ৪৮ ঘণ্টার মধ্য়েই হতে পারে।’

এদিকে, চীনে দলবদলের বাকি দশ দিন। তাই বেল যদি চীনের কোনো ক্লাবে যেতে চান, এই দশ দিনের মধ্যেই যেতে হবে। তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চীনের আরেক ধনী ক্লাব সাংহাই শেনহুয়া। রিয়ালে বেলের সাপ্তাহিক বেতন ছয় লাখ পাউন্ড। রিয়াল ছেড়ে চীনে গেলে  চাইনিজ ফুটবল ইতিহাসের সবচেয়ে বেতনভোগী খেলোয়াড় হয়ে যাবেন বেল। বর্তমানে চীনে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হলেন হেবেই চায়না ফরচুনে খেলা আর্জেন্টাইন তারকা এজিকুয়েল লাভেজ্জি।

বিজ্ঞাপন

রিয়ালে বেলের চুক্তির মেয়াদ আছে আরও তিন মৌসুম। রিয়াল থেকে বিদায় নিলে ওয়েলস তারকাকে নিতে আগ্রহী তার সাবেক ক্লাব টটেনহাম। এছাড়া, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও তাদের আগ্রহ প্রকাশ করেছে।

সারাবাংলা/এমআরপি

গ্যারেথ বেল বেইজিং রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর