নিষেধাজ্ঞার সাথে জরিমানাও গুণতে হচ্ছে মেসিকে
২৪ জুলাই ২০১৯ ১০:০০
কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। যদিও মেসিকে দেওয়া লাল কার্ড নিয়ে সৃষ্টি হয়েছিল নানান বিতর্ক। সব মিলিয়ে বেশ খারাপ একটি সময় পার করছিলেন মেসি। এবার যোগ হলো আরও একটি কারণ। বিতর্কিত সেই লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং জরিমানা গুণতে হচ্ছে মেসিকে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের সমালোচনা করেন মেসি। তবে পরে তিনি ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু কনমেবল তার লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আর সাথে জুড়ে দিয়েছে ১৫০০ ইউরোর জরিমানাও।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে মার্চ থেকে। সেখানে নিজেদের প্রথম ম্যাচে মেসিকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। এছাড়া আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াকে বরখাস্ত করেছে কনমেবল। সংবাদ মাধ্যমে সামনে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থার সমালোচনা করায় এই সিদ্ধান্ত গ্রহণ করে কনমেবল।
এছাড়া কনমেবল জানায় নির্বাচনের মাধ্যমে তার জায়গায় নতুন কাউকে আনা হবে। ফিফার কাউন্সিলের ৩৭ জন সদস্যের এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। আর এই পদেই হবে নির্বাচন।
আরও পড়ুন: রেফারিং নিয়ে মন্তব্য করায় জামাল ভূঁইয়াকে শোকজ
সারাবাংলা/এসএস