৮৫ রানেই অলআউট বিশ্বকাপ জেতা ইংল্যান্ড
২৪ জুলাই ২০১৯ ১৯:৪৪
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে কদিন আগেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড। সেই ভেন্যুতেই এবার ৮৫ রানে অলআউট ইংলিশরা। সেটিও আবার গত বছর টেস্ট পরিবারে যুক্ত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে। চারদিনের একমাত্র টেস্টের প্রথম দিন ব্যাট করতে নেমে ইংলিশরা গুটিয়ে গেছে এতো অল্পতেই।
বুধবার (২৪ জুলাই) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জো রুট। ব্যাটিংয়ে নেমে ১১ জনের মাত্র তিনজনই দুই অঙ্কের দেখা পেয়েছেন। তিন নম্বরে নামা জো ডেনলি ২৩, স্যাম কুরান ১৮ আর অভিষিক্ত বোলার অলি স্টোন করেন ১৯ রান। অভিষিক্ত ওপেনার জেসন রয় ৫, আরেক ওপেনার জো বার্নস ৬, দলপতি জো রুট ২, জনি বেয়ারস্টো ০, মঈন আলি ০, ক্রিস ওকস ০, স্টুয়ার্ট ব্রড ৩ আর লিচ ১ রান করেন।
আইরিশ বোলার টিম মুরতাগ ৯ ওভারে ১৩ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। অভিষিক্ত মার্ক অ্যাডাইর ৭.৪ ওভারে ৩২ রান খরচায় পান তিনটি উইকেট। ৩ ওভারে ৫ রানে দুটি উইকেট তুলে নেন ব্রয়েড রানকিন।
চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে নামার আগে আইরিশদের বিপক্ষে চারদিনের এই টেস্ট ম্যাচকে ইংলিশদের জন্য ধরা হচ্ছিল ড্রেস রিহার্সেল। সেখানে এভাবে গুটিয়ে যাওয়া ইংলিশরা ম্যাচ বাঁচাতেই লড়ছে।
অ্যাশেজের সূচি:
১-৫ আগস্ট: প্রথম টেস্ট, এজবাস্টন
১৪-১৮ আগস্ট: দ্বিতীয় টেস্ট, লর্ডস
২২-২৬ আগস্ট: তৃতীয় টেস্ট, হেডিংলি
৪-৮ সেপ্টেম্বর: চতুর্থ টেস্ট, ওল্ড ট্রাফোর্ড
১২-১৬ সেপ্টেম্বর: পঞ্চম টেস্ট, ওভাল