এএফসি কাপের টিকিট নিশ্চিত করলো কিংস
২৫ জুলাই ২০১৯ ১৯:২৪
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারতম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় এশিয়ান ক্লাবগুলোর সর্বোচ্চ লড়াইয়ের ময়দানে নাম লেখালো বসুন্ধরা কিংস। এ মৌসুমে ফেডারেশন কাপ জিতে ঢাকা আবাহনী খেলেছে। পরের মৌসুমে বাংলাদেশ থেকে এএফসি কাপে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে কিংস।
চ্যাম্পিয়নশিপ লিগ থেকে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে অভিষেকেই শিরোপা ঘরে তুলেছে কিংস। শিরোপার পাশাপাশি আগামী মৌসুমের জন্য এএফসি কাপে টিকিট নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।
এর আগে অভিষেকেই গতবছর এএফসি কাপে খেলেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। এবার বড় ব্যবধানে শিরোপার উৎসবে মেতে এএফসি কাপেও জায়গা করে নিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
আরও পড়ুন: আবাহনীর রাজত্ব শেষ করে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
এর আগে ঢাকা আবাহনী ছয়বার, শেখ জামাল তিন, ও শেখ রাসেল একবার করে এএফসি কাপে অংশ নিয়েছে। বিপিএলের এগারতম আসরে এসে সেই সুযোগটা কাজে লাগিয়ে এএফসি কাপে প্রাথমিক পর্বে জায়গা করে নিয়েছে বসুন্ধরা।
এ মৌসুমে ইতিহাস সৃষ্টি করে ঢাকা আবাহনী চলে গেছে এএফসি কাপের নক আউট পর্বে। যেখানে উত্তর কোরিয়ার এপ্রিল ডট ২৫ দলের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে আকাশি-হলুদরা। ইতিহাসের সুযোগ কিংসের সামনেও থাকছে।
সারাবাংলা/জেএইচ