৪ হাজার রানের অপেক্ষা বাড়লো রিয়াদের
২৬ জুলাই ২০১৯ ২১:১৭
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ব্যাট হাতে পাঁচ নম্বরে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্যারিয়ারের ৪ হাজার রান স্পর্শ করার হাতছানি ছিল মিডলঅর্ডারের এই ব্যাটসম্যানের। সেটা হয়নি, অপেক্ষা বাড়লো রিয়াদের।
এই সিরিজে বিশ্রামে আছেন সাকিব আল হাসান আর ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন লিটন দাস। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা আর মোহাম্মদ সাইফউদ্দিন। সিরিজে অধিনায়কত্ব করছেন তামিম ইকবাল।
নিজের ওয়ানডে ক্যারিয়ারে চার হাজার রান পূর্ণ করার ছোটো মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ম্যাচের আগে পর্যন্ত লাল সবুজের জার্সিতে ১৮২ ম্যাচে ৩৯৭৬ রান করেছেন রিয়াদ। ৩৪.৫৭ ব্যাটিং গড়ে নামের পাশে আছে ২১টি অর্ধ শতক এবং ৩টি শতক। ক্যারিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত রান অপরাজিত ১২৮।
১৫৮তম ইনিংসে খেলতে নামার আগে ৪ হাজার রানের মাইলফলকে নাম লিখতে রিয়াদের দরকার ছিল ২৪ রান। ব্যক্তিগত ৩ রানের মাথায় লাহিরু কুমারার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাতে অপেক্ষাটা একটু বাড়লো রিয়াদের। আগামী ২৮ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ হলে মিডলঅর্ডার এই ব্যাটসম্যানের দরকার হবে ২১ রান।