চট্টগ্রামে সাকিবকে সংবর্ধনা দিবে জেলা ক্রীড়া সংস্থা
২৯ জুলাই ২০১৯ ১০:০০
ইংল্যান্ড বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সের জন্য সাকিবকে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে শহরের এম এ আজিজ স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। সংবর্ধনায় সাকিবকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে নগর চাবি উপহার দেবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার (২৮ জুলাই) নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার তো বটেই, প্রথম কোনো খেলোয়াড় হিসেবে সাকিব পাচ্ছেন নগর চাবি। আর এ বিষয়ে মেয়র বলেন, ‘বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান। সাকিব কেবল ব্যক্তিগতভাবেই সুনাম অর্জন করেননি, দেশের মুখও উজ্জ্বল করেছেন। চট্টগ্রামের স্থানীয় উদীয়মান ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।’
নগর ভবনের সংবাদ সম্মেলনে মেয়র ছাড়া আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ, সংবর্ধনা কমিটির আহ্বায়ক, প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসসহ আরও অনেকে।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় সিরিজের সলিল সমাধি
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন নগর চাবি সাকিবের সংবর্ধনা