মেসিকে বার্সায় রেখে পুরো দল আমেরিকায়
৭ আগস্ট ২০১৯ ০৪:১১
গ্রেড-১ ইনজুরি হওয়া স্বত্বেও দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না কোচ আরনেস্টো ভালভারদে এবং বার্সেলোনা বোর্ড। এ কারণেই মেসিকে বার্সায় রেখেই আমেরিকা সফরে গিয়েছে পুরো দল। নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট বার্সা।
যুক্তরাষ্ট্র সফরে ফ্লোরিডা এবং মিশিগানে দুইটি প্রীতি ম্যাচে খেলবে মেসিহীন বার্সা। দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি।
কোপা আমেরিকার পর দীর্ঘদিন বিশ্রামে কাটিয়েছেন মেসি। দলের সাথে অনুশীলনে যোগ দেন গত সোমবার (৫ আগস্ট)। আর অনুশীলনে ফিরেই ডান পায়ে আঘাত পান এই আর্জেন্টাইন। বার্সেলোনা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, দলের সাথে অনুশীলনের সময় ডান পায়ে আঘাত পান মেসি।
ঠিক কবে নাগাদ দলের সাথে অনুশীলনে যোগ দিতে পারবেন মেসি তা নিয়ে কোনো কথা বলেননি বার্সা বোর্ড।
গত রোববার রাতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সা। সেই ম্যাচে দলের সঙ্গে থাকলেও মাঠে নামেননি মেসি।