Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু গোল্ডকাপের সময়সূচি চূড়ান্ত করলো বাফুফে


৭ আগস্ট ২০১৯ ২৩:০৮

ঢাকা: বিশ্বকাপের বাছাইপর্ব নিয়েই মোটামুটি গরম ফুটবল পাড়া। কখন কোন আপডেট আসছে জাতীয় দল নিয়ে সেটাই যেন মূল উপজীব্য। এমন ব্যস্ততার মাঝেও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সময়সূচি বের করাই যেন কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। তবে, জাতীয় দল ও বয়সভিত্তিক দলের শিডিউল মাথায় রেখে বঙ্গবন্ধু গোল্ডকাপের ৬ষ্ঠ আসরের শুরু হওয়ার সময়সূচি নির্ধারণ করে ফেলেছে দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক।

বিজ্ঞাপন

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ দলের অংশগ্রহণে হবে গোল্ডকাপ ফুটবল। এ বছর জাতীয় দলসহ বয়সভিত্তিক দলগুলোর আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে জমকালো আয়োজনে হচ্ছে না গোল্ডকাপ।

এবার মাত্র দুটি ভেন্যুতেই শেষ হবে এই আসর। তার মধ্যে একটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আগে থেকেই চূড়ান্ত। বাকী একটি ভেন্যু চূড়ান্ত করা হবে পরে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে এটা নিশ্চিত করেছি। সব জাতীয় দলের শিডিউল অনেক জটিল এবার। বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ড আছে। তাই দল পাওয়া কঠিন হবে। তবে, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এর মধ্যেই আমরা চূড়ান্ত করবো সবই।’

এই টুর্নামেন্টকে পাখির চোখ দেখছে বাফুফে। কেননা ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচও হয়ে যাবে এর মাধ্যমে। তাই সঠিকভাবেই এগুতে চায় ফেডারেশন।

এর আগের পাঁচ আসরে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ২০১৫ সালের তৃতীয় রানার্স আপ হয়েছিল মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের কাছে হেরে। সবশেষ আসরে প্যালেস্টাইনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট সেমি ফাইনাল থেকে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে সম্মতি জানিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো।

সারাবাংলা/জেএইচ

বঙ্গবন্ধু গোল্ড কাপ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর