চেলসি ছেড়ে আর্সেনালে লুইস
৮ আগস্ট ২০১৯ ১৬:৩৭
দুই মেয়াদে চেলসিতে খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইসকে ৮০ লাখ পাউন্ডে নিয়েছে আর্সেনাল। দুই বছরের চুক্তিতে আর্সেনালে যোগ দিচ্ছেন ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান এই সেন্টার-ব্যাক।
গত মে মাসে চেলসির সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন লুইস। এরই মধ্যে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে এমিরেটসে মেডিকেল পরীক্ষা দিতে পৌঁছেছেন তিনি।
বেনফিকা থেকে ২০১০ সালে লুইস নাম লেখান চেলতিতে। দুই মেয়াদে চেলসিতে সাড়ে ছয় বছর কাটিয়েছেন লুইস। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ১৬০টি ম্যাচ। চেলসির রক্ষণভাগ সামলানো এই ব্রাজিলিয়ান ২০১০-১১ থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত খেলেছেন। এরপর নাম লেখান পিএসজিতে। সেখানে তিন মৌসুম খেলে আবারো চলে আসেন চেলসিতে। ক্লাব ক্যারিয়ারে ৫২৪ ম্যাচ খেলা লুইস চেলসির জার্সিতে খেলেছেন ২৪৮ ম্যাচ।
ব্লুজদের জার্সিতে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতা এই ব্রাজিল তারকা দুইবার এফএ কাপ, দুইবার ইউরোপা লিগের শিরোপা জিতেছেন।