Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাশেজের লর্ডস টেস্টে বৃষ্টির আঘাত


১৪ আগস্ট ২০১৯ ১৮:৪১

অ্যাশেজের লর্ডস টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টিপাতে এখনও টসও গড়ায়নি মাঠে। তাই বৃষ্টি বাধায় শুরু হতে পারেনি সিরিজের দ্বিতীয় টেস্ট।

এদিকে প্রথম টেস্টে হারার পর দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। মঈন আলীকে সড়িয়ে নেয়া হয়েছে জ্যাক লিচকে। দলে অভিষেকের অপেক্ষায় আছে বিশ্বকাপজয়ী উদীয়মান ফার্স্ট বোলার আর্চারও।

২২ গজে অ্যাশেজ শ্রেষ্ঠত্ব লড়াইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও বৃষ্টি বাধায় টসটাও করা গেলো না। রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি গড়িয়ে যাচ্ছে লর্ডসের মাঠজুড়ে। ইংল্যান্ড বিশ্বকাপেও অনেকগুলো ম্যাচ ভুগেছে বৃষ্টিতে।

পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির ম্যাচে ইংলিশদের ২৫১ রানে হারিয়ে ১-০ তে লিড নিয়েছে অজিরা। বার্মিংহামের এজবাস্টনে ১৮ বছর পর সাদা পোশাকে জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়। ৩৭৪ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। তাতে ইংলিশদের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৮। ১৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ২৫১ রানের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া অ্যাশেজ ইংল্যান্ড লর্ডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর