Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির ঘরে আসছে সিরো মেসি


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

লিওনেল মেসি আর আন্তোনিও রোকোজ্জোর ঘরে নতুন অতিথি আসছে, সেটা জানা গিয়েছিল গত অক্টোবরেই। এর আগে ২০১২ সালের ২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন রোকোজ্জো। প্রথম ছেলের নাম রাখা হয় থিয়াগো মেসি। তিন বছর পর ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম নেয় মেসির দ্বিতীয় ছেলে। দ্বিতীয় সন্তানের নাম রাখা হয় মাতেও মেসি।

নতুন অতিথি যে ছেলে সন্তান, সেটাও জানা হয়েছিল আর্জেন্টাইন ফুটবল জাদুকরের ভক্তদের। তবে ছেলের নাম জানা যায়নি। এবার তৃতীয় সন্তানের নামটিও সবাইকে জানিয়ে দিলেন বার্সেলোনার প্রাণভোমরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি, যাতে তার স্ত্রী রোকোজ্জোর শুধু পেট দেখা যায়। যার ওপরে লেখা ভাসছিল, ‘বেবি সিরো’। বোঝাই যাচ্ছে, মেসির ঘরের নতুন অতিথির নাম ঠিক হয়ে গেছে, সিরো মেসি।

বিজ্ঞাপন

মাতেও ও থিয়াগোর পর তৃতীয় সন্তানকে স্বাগতম জানাতে অপেক্ষায় রয়েছেন মেসি। শিগগিরই আর্জেন্টাইন অধিনায়ক ও আন্তোনেল্লা রোকুজ্জোর ঘর আলো করে আসছে সিরো মেসি। চলতি ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুর দিকে ভূমিষ্ঠ হতে পারে মেসির তৃতীয় সন্তান।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর