Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে মাঠের বাইরে সুয়ারেজ


১৭ আগস্ট ২০১৯ ১৫:৩৪

স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ হেরে শুরু করেছে বার্সেলোনা। ১০ বছর পর প্রথমবারের মতো মৌসুমের প্রথম ম্যাচে হেরেছে বার্সেলোনা। তবে এই ম্যাচ আরও এক দু:সংবাদ দিয়েছে বার্সেলোনা সমর্থকদের। মৌসুমের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছেন কাতালান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

পড়ুন: হার দিয়ে শুরু হলো বার্সার মৌসুম

অ্যাতলেটিক ক্লাব বিলবাওয়ের ঘরের মাঠ সান ম্যামেসে ২০১৯-২০২০ লা লিগা মৌসুমের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছে লিওনেল মেসিবিহীন বার্সেলোনা। আর এই ম্যাচেই মিলেছে আরও এক দু:সংবাদ। ম্যাচের ৩৭ মিনিটে কাফ ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন লুইস সুয়ারেজ। তৎক্ষণাৎ মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয়। আর পাঠানো হয় চিকিৎসকদের কাছে।

এক্স’রে রিপোর্ট থেকে বার্সেলোনার চিকিৎসকরা জানিয়েছেন তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সুয়ারেজকে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক ম্যাচের বিরতির পরেই দলের সাথে যোগ দিবেন বলে জানিয়েছে বার্সেলোনা বোর্ড।

ইনজুরিতে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে বার্সেলোনা লুইস সুয়ারেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর