Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছর পর বার্সার ওপরে রিয়াল


১৮ আগস্ট ২০১৯ ১২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্প্যানিশ লা লিগার ২০১৯-২০২০ মৌসুম শুরু হয়েছে শুক্রবার দিবাগত রাতে। বার্সেলোনা এবং অ্যাতলেটিক ক্লাব বিলবাওয়ের মধ্যকার ম্যাচ দিয়েই মাঠে গড়িয়েছে এবারের মৌসুম। নয় বছর পর মৌসুমের প্রথম ম্যাচে হেরেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের লা লিগার মৌসুম শুরু হয়েছে শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে। টানা ১১ বছর মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো রিয়াল।

লা লিগার এবারের মৌসুমে এখন পর্যন্ত খেলা হয়েছে কেবল ৬টি ম্যাচ। এই ৬ ম্যাচের দু’টি ম্যাচ হয়েছে ড্র, আর বাকি চার ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

আর এতেই প্রায় আড়াই বছর পর লিগে বার্সেলোনার ওপরে অবস্থান রিয়ালের। এর আগে শেষ ২০১৬-২০১৭ মৌসুমে যেবার শেষ লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল সেবারই বার্সেলোনার ওপরে ছিল। এরপ ৭৬টি গেইম উইক আর ৮১৮ দিন পর বার্সেলোনার ওপরে অবস্থান রিয়ালের।

গেল মৌসুমে রিয়ালের থেকে ১৯ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শিরোপা ঘরে তুলেছে বার্সা। আর তৃতীয় হয়েই মৌসুমের ইতি টেনেছিল রিয়াল।

সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলের জয় আর বার্সার ১-০ গোলের হারের কারণেই কাতালান ক্লাবটির ওপরে অবস্থান লস ব্ল্যাঙ্কোসদের। লিগ টেবিলের ১৮ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বার্সেলোনা ২৬ আগস্ট লড়বে রিয়াল বেতিসের বিপক্ষে আর রিয়াল মাদ্রিদ ২৪ আগস্ট লড়বে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে।

আরও পড়ুন: ১০ জনের রিয়ালের ১১তম জয়

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লা লিগা স্প্যানিশ লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর