বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ভারতের দল ঘোষণা
২০ আগস্ট ২০১৯ ১৫:৫৭
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারতে। ভারতের রায়পুরে অনুষ্ঠিত হবে সিরিজের সবক’টি ম্যাচ। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে এই সিরিজ।
সেপ্টেম্বরের ১৯ তারিখ থেক শুরু হতে যাওয়া সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টাইগার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
ভারতের ১৫ সদস্যের দল: প্রিয়াম গ্র্যাগ (অধিনায়ক), ইয়াসহাসভি জাসওয়াল, মাধব কৌশিক, বিআর শারথ (উইকেটরক্ষক), সামার্থ ভায়াস, আরিয়ান জুয়েল (উইকেটরক্ষক), ঋত্বিক রায় চৌধুরী, কুমার সূর্য, অতিত সেথ, সুভাং হেজ, হৃত্বিক শোকিন, ধুরশান্ত সনি, আর্শদ্বীপ সিং, কার্তিক ত্যাগি এবং হার্পিত ব্রার।
সিরিজ সময়সূচী: সিরিজের সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের রায়পুরে। আর সিরিজ শুরু হবে সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে।
১ম ওয়ানডে- ১৯ সেপ্টেম্বর- রায়পুর
২য় ওয়ানডে- ২১ সেপ্টেম্বর-রায়পুর
৩য় ওয়ানডে- ২৩ সেপ্টেম্বর-রায়পুর
৪র্থ ওয়ানডে- ২৫ সেপ্টেম্বর-রায়পুর
৫ম ওয়ানডে- ২৭ সেপ্টেম্বর-রায়পুর
আরও পড়ুন: পন্টিংকে ছোঁয়ার অপেক্ষায় অধিনায়ক কোহলি
ওয়ানডে সিরিজ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম ভারত অনূর্ধ্ব-২৩ ভারত সফর ভারতীয় দল ঘোষণা