Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে: রোনালদো


২২ আগস্ট ২০১৯ ১২:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি কে সেরা ফুটবলার? প্রায় এক যুগের বেশি সময় ধরেই চলে আসছে এই বিতর্ক। তবে ফুটবল বিশ্ব এখনো পারেনি এককভাবে কাউকে সেরা ঘোষণা করতে। এ বিষয়ে প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতাদর্শ বিদ্যমান। বিশ্বসেরা ফুটবলারদের তালিকা বানাতে বসলে শীর্ষেই থাকবেন মেসি আর রোনালদো। কেউ কাউকে ছাড় দেবে না এই দুই বিশ্বসেরা তারকাকে এগিয়ে রাখতে।

মেসি-রোনালদো, খেলার মাঠে দুজনেই দুজনের প্রতিদ্বন্দ্বী। তবে এমন প্রতিদ্বন্দ্বিতায় মাঠের বাইরে মেসি-রোনালদোর সম্পর্কের মাঝে ফাটল নেই। মেসির সাথে ডিনারে যেতে আগ্রহী রোনালদো।

পর্তুগিজ চ্যানেলের সাক্ষাৎকারে মেসিকে নিয়ে রোনালদো বলেন, ‘মেসির সঙ্গে আমার দারুণ পেশাদারি সম্পর্ক। কারণ আমরা দুজনই ১৫ বছর ধরে একই মুহূর্ত ভাগাভাগি করছি। আমি ওর সঙ্গে কখনো ডিনারে হয়তো যাইনি। কিন্তু ভবিষ্যতে কেন নয়? এটা করতে আমার কোনো আপত্তি নেই।’

বিজ্ঞাপন

মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে রোনালদো আরও জানান, ‘এখন পর্যন্ত মেসির ক্যারিয়ারে যা কিছু সফল অর্জন আমি সেটাকে শ্রদ্ধা করি। আমি যখন স্প্যানিশ লিগ ছেড়ে চলে আসি তখন মেসি হতাশ হয়েছে। কারণ মাঠের লড়াইয়ে আমার এবং তার প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব সে বোঝে। এটা ভালো যে ফুটবলে এমন এক প্রতিদ্বন্দ্বিতা আছে। যেমন বাস্কেটবলে মাইকেল জর্ডানের প্রতিদ্বন্দ্বী ছিল, ফর্মুলা ওয়ানে আরতোন সেন্না এবং অ্যালেইন প্রস্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল।’

রোনালদো যোগ করেন, ‘প্রতিটি প্রতিযোগিতার মাঝে প্রতিদ্বন্দ্বিতা থাকে, সেটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা। কোনো সন্দেহ নেই মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে, আর আমি তাকে। আমি যখন কোনো শিরোপা জিতি সেটা মেসিকে উত্তেজিত করে তোলে, তেমনি মেসি যখন কোনো শিরোপা জেতে তখন আমিও উত্তেজিত হয়ে পড়ি।’

এক মৌসুম আগে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। ইংলিশ লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলেছেন। রিয়ালের প্রায় সব ট্রফিই জেতা হয়ে গেলে ইতালিয়ান লিগে নিজের প্রথম মৌসুমে জুভিদের হয়েও লিগ শিরোপা জিতেছেন। মেসির সমান সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন রোনালদো।

** আগামী বছরেই অবসরে যেতে পারেন রোনালদো!

বিতর্ক মেসি রোনালদো সেরা ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর