Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশের মেয়েরা


২২ আগস্ট ২০১৯ ১৯:১৬

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি নারী দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল। প্রথম ম্যাচেও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। বাকি আছে আরও চারটি ম্যাচ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে কিছুটা নিজেদের কিছুটা গুছিয়ে নেয় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধে হজম করতে হয় ৪ গোল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরো দুই গোল দেয় সফরকারীরা।

বিজ্ঞাপন

ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় সাই একাডেমি। পেনাল্টি কর্ণার থেকে গোল করেন সাকশি। ২৫ মিনিটের মাথায় গায়ত্রি কিনান ফিল্ড গোল করলে সফরকারীরা ২-০ গোলের লিড নেয়। ২৭ মিনিটের মাথায় মনিশা চাওতিয়ানের ফিল্ড গোলে ভারতের দলটি ৩-০ গোলে এগিয়ে যায়। দুই মিনিট পর ব্যবধান বাড়ানো গোলটিও করেন তিনি (৪-০)।

৩৬ মিনিটের মাথায় লালরুয়াতফেলি মেসাবির পেনাল্টি কর্ণার থেকে পাওয়া গোলে সাই একাডেমি ৫-০ গোলে এগিয়ে যায়। দলের ষষ্ঠ গোলটি করেন লোতিয়া মেরি। ৪১ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে গোলটি করেন তিনি। ৬-০ ব্যবধানের জয় নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠ ছাড়ে ভারতের দলটি।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭ টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি দেখতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সম্মানিত সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। প্রধান অতিথি হিসেবে সফররত সাই একাডেমি দল ও বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের হাতে স্মারক উপহার তুলে দেবেন তিনি।

বিজ্ঞাপন

ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল সাই ন্যাশনাল হকি একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর