বার্সার পর রিয়ালকেও ফিরিয়ে দিল নেইমারের পিএসজি
২২ আগস্ট ২০১৯ ২০:০৯
স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাবকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ইউরোপিয়ান দলবদলের মৌসুম শুরুর পর থেকে নেইমারকে নিয়ে উঠেছে গুঞ্জন। এই ব্রাজিল তারকাকে নিতে বার্সা যে প্রস্তাব দিয়েছিল তা ফিরিয়ে দিয়েছে পিএসজি। বার্সার পর এবার ফিরিয়ে দিল রিয়াল মাদ্রিদকেও।
নেইমার আর বার্সার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র যত নিয়ম। এ মৌসুমেই অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় যোগ দিয়েছেন অ্যান্তোনিও গ্রিজমান। আবার নেইমারকে দলে ভেড়াতে হলে বার্সাকে গুণতে হবে মোটা অঙ্কের টাকা। বার্সা নেইমারকে দলে ভেড়াতে চাইলে তাদের গুণতে হবে পুরো ২২০ মিলিয়ন ইউরোই। যে দাম দিয়ে পিএসজি বার্সা থেকে নেইমারকে উড়িয়ে নিয়েছিল দুই বছর আগে।
আর এই মৌসুমে ১২০ মিলিয়ন ইউরো খরচ করার পর আবারও ২২০ মিলিয়ন ইউরো খরচ করলে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম ভঙ্গ হবে। আর এতে করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও নিষেধাজ্ঞায় পড়তে পারে বার্সা। অন্য পথে হেঁটে ২০১৯-২০২০ মৌসুমে পিএসজি থেকে এক মৌসুমের ধারে বার্সায় আনার প্রস্তাব করেছিল কাতালান ক্লাবটি। আর ধারের মৌসুম শেষ হলে সঠিক মূল্য প্রদান করে নিজেদের করে নিতে চেয়েছিল নেইমারকে। তবে বার্সার করা এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে পিএসজি।
এদিকে, বার বার নেইমারকে কিনতে ব্যর্থ হয়েছিল রিয়াল। ২০১৩, ২০১৭ এবং ২০১৮ এই ব্রাজিলিয়ানের জন্য উঠেপড়ে লেগেছিল ইউরোপের সফল দলটি, সেটি পারেনি। এই মৌসুমেও চুপ নেই তারা। নেইমারের জন্য পিএসজির কাছে প্রস্তাব দিয়েছে রিয়াল। কিন্তু বার্সার মতো তাদেরও প্রস্তাব প্যাত্যাখ্যান করেছে পিএসজি।
নেইমারের বিনিময়ে ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে তিন খেলোয়াড় দেওয়ারও প্রস্তাব দেয় রিয়াল। স্ট্রাইকার গ্যারেথ বেল, গোলরক্ষক কেইলর নাভাস এবং হামেস রদ্রিগেজের বিনিময়ে নেইমারকে চেয়েও লাভ হয়নি রিয়ালের।
পিএসজি নেইমারকে একটি শর্তেই যেতে দিতে চায়, আর তা হলো ২২০ মিলিয়ন ইউরো তাও আবার নগদ। এদিকে এক মৌসুম ধারের প্রস্তাবের আগে বার্সা ১০০ মিলিয়ন ইউরো, সেই সাথে ফিলিপ কুতিনহো আর ইভান রাকিটিচকে দিতে চেয়েছিলেন পিএসজিকে। তবে কুতিনহো প্রস্তাবে রাজী না হয়ে এক মৌসুমের ধারে চলে গেছেন বায়ার্ন মিউনিখে। আর তাই তো বার্সার এই প্রস্তাবটিরও এখন আর কোনো মূল্য নেই।
ওদিকে, বেলের উপর আস্থা নেই রিয়ালের কোচ জিনেদিন জিদানের। ওয়েলস তারকাও চলে যেতে চাইছেন। কোস্টারিকার গোলরক্ষক নাভাসও নিজের ছায়া হয়ে আছেন। বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোরতোইস রিয়ালের এক নম্বর গোলরক্ষক হওয়ায় নাভাসও চলে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। আর রদ্রিগেজকে নিয়ে জিদানের পরিকল্পনা বোঝা দায়! শেষ পর্যন্ত নেইমারের কি হবে তা বলা সম্ভব নয় এখনই। হয়তো শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে যাবেন এই ব্রাজিলিয়ান।