Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজিদের ওপর বয়ে গেল ঘূর্ণিঝড় ‘আর্চার’


২৩ আগস্ট ২০১৯ ১২:৪৬

অ্যাশেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ওপর যেন চলল রীতিমত ঘূর্ণিঝড়। প্রথম ইনিংসে তাই তো অজিরা গুটিয়ে গেছে মাত্র ১৭৯ রানে। আর ঘূর্ণিঝড় জোফরা আর্চারের ঝুলিতে আশ্রয় নিতে হয়েছে ছয় অজি ব্যাটসম্যানদের।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে জোফরা আর্চার রেখেছেন অবর্ণনীয় অবদান। তবে ফিটনেস ঘাটতির কথা মাথায় রেখে এবারের অ্যাশেজের প্রথম টেস্ট থেকে বাদ পড়েন তিনি। আর সেই টেস্ট হেরেই যার মাশুল দিয়েছে ইংলিশরা। কিন্তু একই ভুল আর দ্বিতীয়বার করেনি তারা। দ্বিতীয় টেস্টেই সুযোগ মিললো ইংলিশদের হয়ে লাল বল হাতে তুলে নেওয়ার। আর সুযোগ হাতছাড়া করেননি আর্চার।

বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্টেই ঝুলিতে ঢুকিয়েছিলেন পাঁচ উইকেট। শেষ পর্যন্ত যদিও সেই টেস্ট থেকে গিয়েছিল অমীমাংসিত। লিডসে বৃহস্পতিবার (২৩ আগস্ট) শুরু হয়েছে তৃতীয় টেস্ট। আর এই টেস্টেই স্মিথহীন অজি ব্যাটিং লাইন আপকে নিয়ে ছেলে খেলায় মেতেছেন আর্চার। ডেভিড ওয়ার্নার আর স্মিথের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া মার্নাস লাবুশেন ছাড়া রান দুই অঙ্কের ঘরে রান তুলতে পেরেছেন মাত্র এক ব্যাটসম্যান। আর সেই রানের সংখ্যাটিও মাত্র ১১।

লিডসে টস জিতে আগে অজিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জো রুট। জোফরা আর্চার অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ইনিংসের চতুর্থ ওভারের একদম শেষ বলটিতে। অজিদের দলীয় সংগ্রহ তখন মাত্র ১২, ব্যক্তিগত ৮ রানে ব্যাট করতে থাকা মার্কাস হ্যারিসকে আউট করে প্রথম ব্রেকথ্রু এনে দেন আর্চারই।

এরপর স্টুয়ার্ট ব্রড উসমান খাজাকে আউট করলে অজিদের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেট হারিয়ে মাত্র ২৫ রান। তবে ডেভিড ওয়ার্নার আর মার্নাস লাবুশেন মিলে ১১১ রানের জুটি গড়লে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় অজিরা। তবে সেখানেও যে ছিলেন আর্চার। উইকেটে থিতু ওয়ার্নারকে বাধ্য করেন বেয়ারেস্ট্রোর হাতে ক্যাচ তুলে দিতে। আর এখানেই শুরু অজিদের পতন।

বিজ্ঞাপন

এরপর একে একে আর্চার আরও নেন চারটি উইকেট। ম্যাথিউ ওয়েড আর প্যাট কামিন্সকে শূণ্য রানে ফেরান। এতে মাত্র ৩৩ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে অল আউট হয় অস্ট্রেলিয়া। আর নি:সন্দেহে অজিদের এমন ব্যাটিংয়ের জন্য দায়ী ইংলিশ তরুণ ফাস্ট বোলার জোফরা আর্চারই। বলা চলে রীতিমত অজিদের ওপর ঘূর্ণিঝড় আর্চারই বয়ে গেল। আর লণ্ডভণ্ড করে দিলেন অজি ব্যাটিং লাইন আপ। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা হয়েছে মাত্র ৫২ ওভার।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ছয় উইকেট জোফরা আর্চার তৃতীয় টেস্ট দ্য অ্যাশেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর