Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিভারপুলের কাছে পাত্তাই পেল না আর্সেনাল


২৫ আগস্ট ২০১৯ ০০:৫৪

মৌসুমের তৃতীয় ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালকে আতিথ্য দেয় লিভারপুল। লিগের প্রথম দুই ম্যাচ জিতে অলরেডদের চোখ রাঙাচ্ছিল গানার্সরা। তবে মোহাম্মদ সালাহর জোড়া গোলেই ৩-১ গোলের ব্যবধানে হারতে হয়েছে লন্ডনের ক্লাবটিকে।

অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই গানার্সদের চেপে ধরে লিভারপুল। আর্সেনালের রক্ষন দূর্গে ফাটল ধরাতে অবশ্য অলরেডদের অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। ফুলব্যাক ট্রেণ্ট আলেক্সান্ডার আর্নল্ডের পাস থেকে গোল করেন আর এক রক্ষণভাগের খেলোয়াড় জোয়েল মাতিপ।

বিজ্ঞাপন

প্রথামার্ধে গানার্সদের রক্ষণ দূর্গে আক্রমণের পর আক্রমণ চালালেও আর গোলে দেখা পায়নি লিভারপুল। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ঘরের মাঠে আরও বেশি ভয়ংকর হয়ে ওঠে ক্লপ শিষ্যরা। ৪৮ মিনিটে রবের্তো ফিরমিনোর পাস থেকে বল পান সালাহ। গোল বরাবর শট করার আগেই শিকার হন ডেভিড লুইজের ফাউলের। এই মৌসুমেই চেলসি থেকে আর্সেনালে পাড়ি জমিয়েছেন লুইজ। আর তার করা ফাউল চোখ এড়ায়নি রেফারির। বাঁশি বাজিয়ে দেখিয়ে দিলেন পেনাল্টি স্পটের দিকে।

ডেভিড লুইজ ভুল করলেও মোহাম্মদ সালাহ গোল করতে ভুল করেননি। ম্যাচের দ্বিতীয় আর নিজের প্রথম গোল করে এগিয়ে নেন দলকে। এর ঠিক ৯ মিনিত পর আর ফ্যাবিনহোর পাস থেকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন সালাহ।

তবে তিন গোলে এগিয়ে থেকেও আক্রমণ ধার আরও বাড়িয়ে দেয় অলরডরা। তবে আর কোনো গোলের দেখা মেলেনি অলরেডদের। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে বদলি হিসেবে নামা লুকাস তোরেরার গোল করে হারের ব্যবধান কমায় গানার্সদের।

শেষ পর্যন্ত আর কোনো গোল করতে না পারায় ম্যাচ শেষ হয় লিভারপুলের ৩-১ গোলের জয় দিয়েই। তিন ম্যাচে তিন জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে চার নম্বরে।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগ মোহাম্মদ সালাহ লিভারপুল-আর্সেনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর