জয়ের দেখা নেই, গোলের দেখা পেয়েছে নারী দল
২৫ আগস্ট ২০১৯ ১৯:৩২
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে চতুর্থ প্রস্তুতি ম্যাচে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি নারী দলের কাছে ৯-৩ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল। ছয় ম্যাচের প্রস্তুতি সিরিজে এখনও জয়ের দেখা পায়নি স্বাগতিক মেয়েরা। বাকি আছে আরও দুটি ম্যাচ।
এর আগে তৃতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দলের বিপক্ষে ৩-০ গোলের ঘাম ঝড়ানো জয় পেয়েছে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমির মেয়েরা। তার আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচেও একই ব্যবধানে হেরেছিল স্বাগতিক মেয়েরা।
রোববার (২৫ আগস্ট) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিকদের জালে ৪ গোল দেয় সাই একাডেমি। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ, সফরকারীদের জালে তিনবার বলও পাঠায়। যদিও হজম করতে হয় আরো ৫ গোল। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ৯-৩ গোলের হার নিয়ে।
ম্যাচের ১৯ মিনিটের মাথায় লালরুয়াতফেলি মেসাবির পেনাল্টি কর্ণার থেকে লিড নেয় সাই একাডেমি। ২০ মিনিটের মাথায় ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাকশি। ২৩ মিনিটের মাথায় লোতিয়া মেরির ফিল্ড গোলে ৩-০ তে এগিয়ে যায় সফরকারীরা। ২৮ মিনিটে দলের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোল করেন সাই একাডেমির সাকশি।
৩৩ মিনিটের মাথায় চলতি সিরিজে প্রথমবারের মতো গোলের দেখা পায় বাংলাদেশের মেয়েরা। ফরিদা আক্তার রাত্রির ফিল্ড গোল ব্যবধান কমায় (৪-১)। ৩৬ মিনিটে মনিষা চাওটিয়ান ফিল্ড গোল করলে ৫-১ ব্যবধান করে নেয় সাই একাডেমি। ৩৮ মিনিটে লালওয়ান পুই ফিল্ড গোল করেন (৬-১)। ৪০ মিনিটের মাথায় দলের সপ্তম আর নিজের দ্বিতীয় গোল করেন মনিষা চাওটিয়ান (৭-১)। ৪৪ মিনিটের মাথায় বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পায়। নাদিরার ফিল্ড গোলে ব্যবধান কমায় বাংলাদেশ (৭-২)।
৪৬ মিনিটের মাথায় লালরুয়াতফেলি মেসাবি ফিল্ড গোল করলে সাই একাডেমি ৮-২ এ এগিয়ে যায়। ৫৭ মিনিটের মাথায় আবারো গোল করেন নাদিরা। তার পেনাল্টি কর্ণার গোলে ৮-৩ ব্যবধানে নেমে আসে ম্যাচ। তবে, ৫৮ মিনিটের মাথায় সাই একাডেমির লালওয়ান পুই পেনাল্টি কর্ণার থেকে গোল করলে বাংলাদেশের পরাজয় নির্ধারিত হয় ৯-৩ ব্যবধানের।
আগামী ২৬ আগস্ট একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল সাই ন্যাশনাল হকি একাডেমি