Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনের মিশেলে শেষ হলো কন্ডিশনিং ক্যাম্প


২৮ আগস্ট ২০১৯ ১৮:২৫ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ২০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তান ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে চলমান কন্ডিশনিং ক্যাম্পের মঙ্গলবার (২৭ আগস্ট) ছিল ক্রিকেটারদের বিশ্রাম। আগের দিন শুধুই ব্যাটিং বোলিংয়ে ঘাম ঝরিয়েছেন সাকিব-মোস্তাফিজরা। তার আগের দিনের সিংহভাগই কেটেছে ফিল্ডিংয়ে। বুধবার (২৮ আগস্ট) ছিল বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিন। যেখানে মিশেল থাকল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিনের।

বুধবার (২৮ আগস্ট) দিনের শুরুটা যথারীতি হয়েছে ফিটনেস ট্রেনিং দিয়ে। জিমনেশিয়ামে ঘন্টা ব্যাপী ব্যায়াম। এরপর শের-ই-বাংলার সবুজে রানিং, স্ট্রেচিং আর হালকা ফুটবল।

ফিটনেস ট্রেনিং শেষে খানিকক্ষণের দম নিলেন টাইগাররা। দম নেওয়া শেষ তো ব্যাটিং বোলিং শুরু। শের-ই-বাংলার সেন্টার উইকেটের দুই নেটে বোলাররা বোলিং আক্রমণ শানালেন। এক নেটে তোপ চালালেন তাসকিন, মোস্তাফিজ, রাহিরা। অপর নেটে ঘূর্ণি নাচন তুললেন সাকিব, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান।

বিজ্ঞাপন

নেটে তাদের বিরুদ্ধে ব্যাট হাতে নক করলেন মুশফিক, সৌম্য, লিটন, সাদমান আর মোসাদ্দেক। বোলিং শেষে সাকিব, মাহমুদউল্লাহও ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন।

দুপুর ১২ টা থেকে শুরু হলো শর্ট ও লং ক্যাচের অনুশীলন। সেখানে ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে শিষ্যদের প্রশিক্ষণে নেমে পড়লেন হেড কোচ রাসেল ডমিঙ্গো আর পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। ক্যাচিং অনুশীলন শেষে শিষ্যদের গ্রাউন্ড ফিল্ডিংও শেষ দিনের মত পরখ করে দেখেছেন ডমিঙ্গো। এভাবে চলল দুপুর একটা নাগাদ।

আগামিকালও টাইগারদের বিশ্রামে কাটবে। ৩০ ও ৩১ আগস্ট শের-ই-বাংলায় তারা ঘাম ঝরাবেন ম্যাচ সিনারিও অনুশীলনে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নিতে ১ আগস্ট চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে টাইগার টেস্ট স্কোয়াড।

আরও পড়ুন: খুলনায় দ্বিতীয় দিন টাইগার যুবা নাইম হাসানের

আফগানিস্তান টেস্ট কন্ডিশনিং ক্যাম্প টাইগার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর