আফগানদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, ফিরেছেন তাসকিন
৩০ আগস্ট ২০১৯ ১৭:১৯
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে শুক্রবার (৩০ আগস্ট) ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান দল। ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। তবে দল থেকে বাদ পড়েছেন আর এক পেসার মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দলে আরও ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের পর দীর্ঘ বিশ্রামের পর সাকিবের সাথে আরও ফিরেছেন লিটন দাস।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
দলে তিন পেসারের সাথে আছে বা হাতি স্পিনার তাইজুল ইসলাম এবং দুই ডান হাতি স্পিনার মিরাজ এবং নাইম হাসান। চট্টগ্রামে প্রথম টেস্ট মাঠে গড়াবে ৫ সেপ্টেম্বর।
আরও পড়ুন: খুলনায় ড্র হলো বাংলাদেশ ইমার্জিং দলের টেস্ট
আফগানিস্তান টেস্ট টপ নিউজ তাসকিন আহমেদ বাংলাদেশ টেস্ট দল সাকিব আল হাসান