আফগান বধের আশা বুকে নিয়ে তাজিকিস্তানে বাংলাদেশ
১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩১
বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে দেশের মাটিতে সপ্তাহখানেক প্রস্তুতি পর্ব শেষে বাংলাদেশ দল তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। এতোখনে পৌঁছে যাওয়ার কথা জামাল ভূঁইয়াদের। সেখানে দুশানবের আটলাস হোটেলে থাকবে জাতীয় দল। সেখানে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচকে সামনে রেখে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। আফগান বধের আশ্বাস নিয়ে দেশ ছেড়েছে জেমি ডের শিষ্যরা।
দেশের মাটিতে সকালে মাঠে অনুশীলন বিকালে জিমন্যাসিয়ামে ঘাম ঝরানোসহ রাতে টিম সেশন এইভাবেই কেটে গেছে সাতদিনের বিশ্বকাপ প্রস্তুতির প্রথম পর্ব। ফুটবলারদের ফিটনেস বা মানসিক সামর্থ্যে কোনও কমতি দেখেননি জেমি। বরং বিশ্বমানের ফিটনেস উপধা দিয়েছেন কোচ। বলছেন, ‘বিশ্বকাপের বাছাইপর্বের মতো বড় জায়গায় যেমন ফিটনেস বা মানসিক অবস্থা থাকা দরকার তার পরিপূর্ণটাই আছে জাতীয় দলের বর্তমান সদস্যদের।
ইতোমধ্যে বিকেএসপিতে ফিটনেস ও মানসিক পরীক্ষা দিয়ে এসেছে জামাল-রবিউল-বিপলুরা। তাদের অবস্থা নিয়ে ‘এ প্লাস’ মার্ক দিয়েছেন জেমি, ‘ফুটবলাররা ভালো প্রস্তুতি নিয়েছে। যা দরকার ছিল সেটাই তারা করেছে। মানসিকভাবেও তারা এখন ভাল অবস্থায় আছে। ম্যাচটা চাপ হিসেবে না নিয়ে ইনজয় করতে তারা প্রস্তুত।’
দেশ ছাড়ার আগে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই দলে বাদ পড়েছেন গোলরক্ষক হিমেল, ডিফেন্ডার ফয়সাল ও মানিক। সঙ্গে ঢাকা আবাহনীর সাত ফুটবলার জায়গা করে নিয়েছে চূড়ান্ত দলে। তবে, এএফসি কাপের দ্বিতীয় লেগে চোটের শিকার হওয়া জুয়েল রানা ও চোটগ্রস্থ মামুনুল ইসলাম মামুনকে নিয়েই দল ছুটেছে তাজিকিস্তান। তাদের বিকল্প নিয়েও প্রশ্ন উঠছে। তবে, সূত্র বলছে দু’জনেই আফগান ম্যাচের আগে ঠিক হয়ে যাবেন।
আফগান বধে আত্মবিশ্বাসে ম্যাচের কৌশল ও প্রতিপক্ষ দলের দুর্বলতা নিয়েও সচেতন জেমি, ‘আমরা আফগানিস্তানকে ভালভাবে গবেষণা করেছি। তাদের দুর্বলতা নিয়ে কাজ করছি। সেটা অচিরেই মাঠে ইমপ্লিমেন্ট করার কাজ করবো। তারা র্যাঙ্কিং বা শক্তিতে আমাদের থেকে এগিয়ে। তাই আমাদের প্রস্তুতিটা সেভাবেই নিতে চাই। আশা করছি ভাল কিছুই হবে।’
এদিকে টানা লিগের পর এএফসির ধকল নেয়া ঢাকা আবাহনীর সাত ফুটবলার জাতীয় দলে ফিরছেন শনিবার। তবে, ধকল সাড়তে দু’দিন সময় দিচ্ছেন কোচ, ‘ওরা অনেক জার্নি করে ফেলেছে। তাই তাদের দু’দিন অন্তত দেয়া হবে। তারপরেই আবার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিবে।’
শক্তিশালী আফগানদের (১৪৯) বিপক্ষে বাংলাদেশের (১৮২) কৌশলটা এবারও রক্ষণাত্মকসহ প্রতি-আক্রমণের হবে সেটা দলে ফুটবলারদের অবস্থান দেখে কিছুটা আঁচ করা যায়। প্রাথমিক দলে ৯জন ডিফেন্ডার রাখা হয়েছে। চূড়ান্ত দলে দুইজন ছিটকে গেছে। তবে দলের প্রত্যেক পজিশনকেই গুরুত্ব দিয়ে ১০ সেপ্টেম্বরের ম্যাচে মুখোমুখি হতে চায় জেমি,‘দলের সব পজিশনে ভালো প্রস্তুতি নেয়া হচ্ছে। সব পজিশনের সেরা ফুটবলারদের সমন্বয় করার দায়িত্বের চ্যালেঞ্জ আমাদের।’
২৬ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক হিমেল, দুই ডিফেন্ডার মানিক ও ফয়সাল। গেল সাফের পর দলে আবার সুযোগ পেয়েছেন সাদ উদ্দীন। ফিরেছেন জুয়েল রানাও।
নতুন মুখ হিসেবে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন সাইফের তরুণ ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তাজিকিস্তানে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে ৩ ও ৫ তারিখে দেশটির দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১০ তারিখ দেশটির দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো
রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি ও ইয়াসিন আরাফাত
মাঝমাঠ: জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান ও বিপলু আহমেদ
আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা