Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান স্পিনাররা ভোগালো বিসিবি একাদশকে, ম্যাচ ড্র


২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪০

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে সফরকারী আফগানিস্তান দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আফগানদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলতে নামা বিসিবি একাদশের বিপক্ষে ড্র হলেও মূল ম্যাচের আগে নিজেদের এগিয়ে রাখলো সফরকারীরা।

দুই ওপেনারকে আউট করতে পারেনি স্বাগতিক বোলাররা। প্রস্তুতি ম্যাচ হলেও আফগান ব্যাটসম্যানরা নিজেদের ঝালিয়ে নিয়েছে ঠিকঠাকভাবেই। পরে বোলাররাও নিজেদের দায়িত্ব পালন করেছেন ঠিকঠাকভাবেই। নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে আফগানরা ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। ১২৩ রানেই অলআউট হয় বিসিবি একাদশ। পরে বিনা উইকেটে ১৪ রান তোলে আফগানরা। দুই অধিনায়ক রশিদ খান এবং নুরুল হাসান সোহান ম্যাচটি ড্র বলে মেনে নেয়।

বিজ্ঞাপন

রোববার (১ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি রশিদ খান। শুরুতে উইকেটের জন্য লড়তে হয় স্বাগতিকদের। দুই ওপেনার ইসানুল্লাহ এবং ইব্রাহিম জাদরান ফিফটি পেয়েছেন। নটআউট থেকেই স্বেচ্ছায় ব্যাটিং ছেড়েছেন। ইহসানুল্লাহ ১৩৭ বলে ৭টি চার আর একটি ছক্কায় করেন ৬২ রান। ১২৪ বলে ৬টি বাউন্ডারিতে ৫২ রান করেন ইব্রাহিম জাদরান। তিন নম্বরে নামা জাভেদ আহমাদি ব্যক্তিগত ৩ রানে ফিরলে আফগানদের প্রথম উইকেটের পতন হয় ১৩১ রানের মাথায়।

চার নম্বরে নামা রহমত শাহ (৭) নিজের ইনিংস লম্বা করতে পারেননি। হাশমতউল্লাহ শহীদি ৬১ বলে তিনটি চারের সাহায্যে করেন ২৬ রান। ১৬ রান আসে সাবেক দলপতি আসগর আফগানের ব্যাট থেকে। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ৭৯ বলে একটি করে বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে করেন ৩৩ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলি খিল ১ রানে বিদায় নেন।

বিজ্ঞাপন

আফসার জাজাই ৭৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। দলপতি রশিদ খান ১৪ বলে ১৩ রান করেন। শেষ দিকে ৩১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন কায়েস আহমেদ।

বিসিবি একাদশের হয়ে আল আমিন ১৮ ওভারে ৩ মেডেন নিয়ে ৫১ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ১৯ ওভারে ৪৩ রান খরচায় তিনটি উইকেট পান সুমন খান। এছাড়া, মেহেদি হাসান রানা, মানিক খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন, আসাদুল্লাহ গালিব কোনো উইকেটের দেখা পাননি।

ব্যাটিংয়ে নেমে বিসিবি একাদশের ওপেনার এনামুল হক বিজয় ৩৫ বলে করেন ১৯ রান। আরেক ওপেনার সাব্বির হোসেন ৪, ফজলে মাহমুদ ৮, নাঈম ইসলাম ১৩, আল আমিন ২৯ রান করেন। দলপতি সোহান করেন ১৫ রান। এছাড়া, ইরফান শুক্কুর ৯, ফারদিন হাসান ১৪, সুমন খান ৩, মেহেদি রানা ০, মানিক খান ০ রান করেন।

আফগানদের হয়ে ১১.৩ ওভারে ২৪ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন বাঁহাতি চায়নাম্যান জহির খান। দলের প্রধান স্পিনার এবং রশিদ খান ৮ ওভারে ২৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। সাঈদ শিরজাদ একটি আর শাপুর জাদরান একটি করে উইকেট তুলে নেন। মোহাম্মদ নবী ৮ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি।

দ্বিতীয় ইনিংসে আফগানরা ৩.৫ ওভারে বিনা উইকেটে তোলে ১৪ রান। ওপেনার জাভেদ আহমাদি ১২ আর রহমত শাহ ২ রানে অপরাজিত থাকেন।

বিসিবি একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফজলে মাহমুদ, এনামুল হক বিজয়, সাব্বির হোসেন, আল আমিন, নাঈম ইসলাম, ইরফান শুক্কুর, সালাউদ্দিন শাকিল, সুমন খান, মানিক খান, জুবায়ের হোসেন, মেহেদি হাসান রানা, আসাদুল্লাহ গালিব, ফারদিন হাসান, নাঈম হাসান।

ছবি-শ্যামল নন্দী

আফগান টেস্ট ম্যাচ বিসিবি একাদশ স্পিনার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর