পিএসজিতে নাভাস-ইকার্দি, ধারে রিয়ালে অ্যারিওলা
৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৯
ইউরোপিয়ান দল বদলের মৌসুম শেষ হয়েছে সোমবার দিবাগত রাতে। বাংলাদেশ সময় রাত ৪টায় শেষ হয়েছে স্পেনের দলবদলের মৌসুম। শেষ সময়ে বেশ কিছু চমক দেখেছে ফুটবল বিশ্ব। রিয়ালের হয়ে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয়ী কেইলর নাভাস হুট করেই পিএসজিতে পাড়ি জমালেন, আবার ইন্টার মিলান থেকে ধারে ইকার্দি। এছাড়াও পিএসজি থেকে এক মৌসুমের জন্য ধারে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন আলফোন্সো অ্যারিওলা।
কেইলর নাভাস রিয়াল মাদ্রিদের হয়ে গেল ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষেও ভ্রমণ করেছিলেন দলের সাথে। আর সেই ম্যাচ শেষে আর ফেরেননি মাদ্রিদে। সতীর্থদের বিদায় জানিয়েছেন ভিয়ারিয়ালের ড্রেসিং রুমেই। আর সোজা ফ্লাইট ধরেছেন প্যারিসের। সেখানেই প্রথম মেডিকেল করেছেন এই কোস্টারিকান গোলকিপার।
আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড মাউরি ইকার্দির সাথে ইন্টার মিলানের ম্যানেজমেন্টের ঝামেলা চলছে গেল সিজনের মধ্যভাগ থেকেই। আর তাই তো মৌসুমের শেষের দিক থেকে নতুন মৌসুমের প্রথম ভাগ পর্যন্ত কোনো ম্যাচেই দেখা যায়নি তাকে। ইকার্দিকে যেন এক ঘরেই করে দিয়েছিল ইন্টার। তবে এর ক্লাবের থেকে তার নিজের দোষটা যে বেশি। তবে সমাধান মিলেছে দলবদলের শেষ সময়ে।
ইন্টার মিলান থেকে এক বছরের জন্য ধারে পিএসজিতে নাম লিখিয়েছেন ইকার্দি। এক বছরের ধারের ফি হিসেবে ইন্টার মিলানকে ৫ মিলিয়ন ইউরো প্রদান করবে পিএসজি। আর লোন শেষে সুযোগ থাকছে ইকার্দিকে স্থায়ীভাবে নিজেদের করে নেওয়ার। তার জন্য অবশ্য পিএসজি গুণতে হবে বাড়তি আরও ৬৫ মিলিয়ন ইউরো।
রিয়াল মাদ্রিদের দ্বিতীয় পছন্দের গোলকিপার হিসেবে ছিলেন নাভাস। তবে হুট করে তার চলে যাওয়ায় কিছুটা দু:শ্চিন্তায় পড়ে রিয়াল। আর এতেই ত্রাতা হয়ে এসেছেন অ্যারিওলা। কেইলর নাভাসকে কেনার জন্য ১৫ মিলিয়ন ইউরো গুণতে হয়েছে পিএসজিকে, আর সেই সাথে এক বছরের জন্য ধারে এই ফ্রেঞ্চ গোলকিপারকেও পাঠাতে হয়েছে রিয়ালে।
দল বদলের মৌসুমের শুরুতেই রিয়াল ছাড়তে চেয়েছিলেন নাভাস, তার প্রস্তাবে রাজীও হয়েছিল ক্লাব কর্মকর্তারা। তবে এই প্রস্তাবের সাথে নাভাস আরও একটি অনুরোধ করেছিলেন আর তা হলো তাকে যেন ফ্রী’তে ছেড়ে দেওয়া হয়। আর এতেই বাগড়া দিয়ে বসে রিয়ালের কর্মকর্তারা। কোনো ভাবেই ফ্রী’তে ছাড়তে চাননি তাকে। আর তাই তো মনে হচ্ছিলো রিয়ালেই থেকে যাবেন এই মৌসুম। শেষ পর্যন্ত পিএসজি অফার নিয়ে আসলে তা স্বাদরে গ্রহণ করে নেয় রিয়াল। আর এতেই দলবদলের শেষ মুহূর্তে নাভাস নাম লেখান পিএসজিতেই।
আলফোন্সো অ্যারিওলা ইউরোপিয়ান দলবদল কেইলর নাভাস প্যারিস সেইন্ট জার্মেইন মাউরো ইকার্দি রিয়াল মাদ্রিদ