একটি জয়ের খোঁজে সাকিব
৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৩
চট্টগ্রাম থেকে: দক্ষিণ আফ্রিকা বধে বিশ্বকাপের শুরুটা মারমার কাটকাট হলেও শেষ দিকে এসে কক্ষপথ থেকে ছিটকে গেছে মাশরাফিরা। দৃষ্টিকটু ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের ডামাডোলে দক্ষিণ এশিয়ার উঠতি পরাশক্তি দলটির বৈশ্বিক আসরের সেমি ফাইনাল স্বপ্ন থেকে গেছে অধরা। শেষটা হয়েছে ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের আটে থেকে। শিষ্যদের হতশ্রী পারফরম্যান্সের জেরে চাকুরি খুঁইয়েছে কোচিং স্টাফ।
ধারণা করা হচ্ছিল শ্রীলঙ্কা সফর দিয়ে হারানো ভাবমূর্তি ফিরে পাওয়া যাবে। কিসের কী? লঙ্কাভিযানে যেন আরও মলিন লাল সবুজের দল! তিন ম্যাচ সিরিজের ওয়াডেতে হোয়াইটওয়াশের কালিমা নিয়ে ফিরতে হয়েছে দেশে। বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা সিরিজে টানা হারে গোটা টাইগার শিবির এখন ছন্নছাড়া। ঠিক যেন সিংহাসনচ্যুত কোনো রাজার করুণ দশা। রাজ্য ফিরে পেতে জয়ই এখন একমাত্র টনিক।
শুধু জাতীয় দলই কেন? ‘এ’ দল, হাই পারফরম্যান্স দলের (এইচপি) অবস্থাও তথৈবচ। ব্যতিক্রম ছিল কেবল অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ড সফরে ভারতের বিপক্ষে খেলেছে শিরোপা নির্ধারণী ম্যাচ। কাজেই সার্বিক বিবেচনায় দারুণ এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। স্থির কল্পে একমাত্র বিকল্প কেবল জয়।
আর সেই জয়ের খোঁজে মরিয়া টাইগার দলপতি সাকিব আল হাসান। সেটা যে ব্যবধানেই হোক না কেন। এক রান কিংবা একশ রান, এক উইকেট কিয়বা দশ উইকেট। জয়টাকেই রাখছেন ভাবনার শিখরে। একটি জয়ই দলকে আবার কক্ষপথে ফেরাতে পারবে বলে বিশ্বাস তার।
সাকিব জানালেন, ‘যেহেতু শেষ কিছুদিন আমাদের ক্রিকেটে ভালো সময় কাটেনি। সেটা সব দিক থেকেই। ‘এ’ টিম বলেন, একাডেমি বলেন কোথাও আমরা ভালো পারফর্ম করতে পারিনি। ব্যতিক্রম শুধু অনূর্ধ্ব-১৯ যারা ফাইনাল খেলেছে। সেই দিক থেকে চিন্তা করলে আমাদের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি ম্যাচটা ভালোভাবে জিততে পারি অনেক কিছুই স্বাভাবিক হতে শুরু করবে। জয়টাই গুরুত্বপূর্ণ। ভালোভাবে আর খারাপ ভাবে না। এক রানে জিতলেও সেটা জেতা, একশ রানে জিতলেও জেতা। এক উইকেট বা দশ উইকেট তেমনি জয়। জেতাটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে বুধবার (৪ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন।
জয়ে ফেরার জন্য আফগানিস্তান ম্যাচকে টার্গেট করেছে বাংলাদেশ? সেই জয়ের পরিকল্পনাটাই বা কী? সবশেষ হোম সিরিজে স্পিন নির্ভর একটি দলকে দেখা গিয়েছিল। প্রিয় স্পিন ট্র্যাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যারা ছিলেন দারুণ পারঙ্গম। দুই ম্যাচে ৪০ উইকেটের সবই ছিল তাদের দখলে। হোম কন্ডিশনের সুযোগ কড়ায় গন্ডায় তুলে নিয়ে ক্যারিবিয়ানদের হারের গ্লানি উপহার দিয়েছিল স্বাগতিকরা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও কী সেই পরিকল্পনাতেই অটুট থাকবে টাইগার টিম ম্যানেজমেন্ট?
না, পরিকল্পনার কথা জানাতে চাইলেন না টাইগার দলপতি। যুদ্ধের চিরাচরিত নিয়ম অনুসরণ করে পরিকল্পনা গোপন রাখলেন দলনেতা, ‘পরিকল্পনা বলে দিলে গোপনীয়তা থাকে না। স্বাভাবিকভাবে পরিকল্পনাটা আমি বলব না। কিন্তু যে দলই তৈরি করি না কেন আমাদের চেষ্টা থাকবে ম্যাচটা জেতার।’
সাগরিকার ‘লাকি ভেন্যু’তে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায়।