টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন নবী
৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৩
চট্টগ্রাম থেকে: চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে চলমান একমাত্র সিরিজের টেস্ট ম্যাচ শেষে সাদা পোশাককে বিদায় বলবেন আফগানিস্তানের সাবেক দলপতি মোহাম্মদ নবী।
একটি বিশ্বস্ত সূত্র মারফত (বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর) বিষয়টি সারাবাংলা জানতে পেরেছে। কেন তিনি টেস্ট ছেড়ে দিচ্ছেন? সেই প্রশ্নের জবাব তার কাছে কোনো উত্তর মেলেনি। তবে ধারণা করা হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মনোযোগী হতেই তার এই সিদ্ধান্ত।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন নবী। ৫০ ওভারের ক্রিকেটে ১২১ ম্যাচে ব্যাট হাতে করেছেন ২৬৯৯ রান। আর বল হাতে নিয়েছে ১২৮ উইকেট। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার টি-টোয়েন্টি শুরু করেছিলেন ২০১০ সালে কলম্বোয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ফরম্যাটে ৬৮ ম্যাচে তার রান ১১৬১ আর উইকেট ৬৯টি।
তবে সাদা পোশাকে ম্যাচ সংখ্যাটি অবশ্য বেশ নগন্য। তার কারণও আছে। অভিজাত এই ফরম্যাটে আফগানরা যাত্রা শুরুর পর ম্যাচ খেলেছে মাত্র ২টি। দুই ম্যাচ থেকে তার রান সংখ্যা ২৫ আর উইকেট ৪টি। আইপিএলের গেল মৌসুমে সানরাইজার্স শিবিরে ছিলেন অভিজ্ঞ এই আফগান অলরাউন্ডার। কিন্তু একাদশে নামা হয়নি কোনো ম্যাচে।