সাকিব-ইমরানদের এলিট ক্লাবে রশিদ খান
৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১২
চট্টগ্রাম টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস করতে নেমেই অনন্য এক রেকর্ড করেছেন আফগানিস্তানের নতুন দলপতি রশিদ খান। টেস্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। এবার নতুন এক রেকর্ড বুকে নাম লেখালেন রশিদ খান। যেখানে আগেই নাম লিখিয়েছেন সাকিব, ইমরান খানরা।
টেস্টের ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া অভিষেক ম্যাচে ব্যাট হাতে ফিফটি আর বল হাতে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লিখিয়েছেন রশিদ খান।
চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে হাতে নেমে আফগান এই অধিনায়ক ফিফটির দেখা পান। পরে বল হাতে ৫৫ রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট। আফগানরা প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হলে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২০৫ রান তুলে অলআউট হয়।
রশিদ খানের আগে ইংল্যান্ডের ফ্রাঞ্চিস স্ট্যানলি জ্যাকসন নিজের অধিনায়কত্বের অভিষেক ম্যাচে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯০৫ সালে অ্যাশেজের সেই ম্যাচে ফিফটির পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। সেই ম্যাচে ব্যাট হাতে জ্যাকসন করেছিলেন ৮২ রান। তার এই রেকর্ড টিকে ছিল ৭৭ বছর। ১৯৮২ সালে পাকিস্তানের সাবেক গ্রেট ইমরান খান ভেঙেছিলেন জ্যাকসনের রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ৬৫ রান।
২০০৯ সালে এই কীর্তিতে নাম লেখান সাকিব। সেন্ট জর্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচে সাকিব নিজের অভিষেক অধিনায়কত্বের ম্যাচে ৭০ রানের বিনিময়ে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ৯৬ রান। ১০ বছর পর রশিদ খান জ্যাকসন-ইমরান-সাকিবদের কীর্তির কথা মনে করিয়ে দিলেন।
ছবি: শ্যামল নন্দী