Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ ইনিংসে ৪০০ প্লাস ইনিংসও আছে বাংলাদেশের


৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৫

বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে স্বাগতিকদের ৩৯৮ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা। এর আগে এত রান তাড়া করে বাংলাদেশ কখনোই কোনো টেস্ট ম্যাচ জেতেনি। আর তাই তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড। তবে, চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে বাংলাদেশের ৪০০ প্লাস রানের ইনিংসও আছে।

প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাট করতে নেমে রহমত শাহর শতকে ৩৪২ রান তোলে আফগানরা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রশিদ খানের পাঁচ উইকেটে মাত্র ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আফগানরা তোলে ২৬০ রান। তাতে স্বাগতিক বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩৯৮ রান।

বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে বাংলাদেশ ১২৬.২ ওভারে করেছিল ৪১৩ রান। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০৭ রানের ব্যবধানে। ২০০৮ সালের ডিসেম্বরে সেই ম্যাচে আগে ব্যাট করা লঙ্কানরা ২৯৩ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ১৭৮ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা ৪০৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫২১ রান। স্বাগতিকদের ইনিংস থামে ৪১৩ রানের মাথায়।

দ্বিতীয় ইনিংসে ১০১ রান করেছিলেন দলপতি মোহাম্মদ আশরাফুল। সাত নম্বরে নেমে ৯৬ রান করেছিলেন সাকিব আল হাসান। আট নম্বরে নেমে মুশফিকুর রহিম করেছিলেন ৬১ রান। ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪৭ রান। এছাড়া, ইমরুল কায়েস ১৩, জুনায়েদ সিদ্দিকী ৩৭, রকিবুল হাসান ২৪, মেহরাব হোসেন জুনিয়র ২৩, মাশরাফি ২ রান করেন।

এছাড়া, চতুর্থ ইনিংসে বাংলাদেশ ৩৩১ এবং ৩০১ রানের ইনিংসও খেলেছিল। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই এই দুটি ইনিংস খেলেছিল স্বাগতিকরা।

বিজ্ঞাপন

২০১০ সালের মার্চে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংস বাংলাদেশ তুলেছিল ৩৩১ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬ উইকেটে ৫৯৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৯৬ রান। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ৭ উইকেটে ২০৯ রান তুলে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫১৩ রান। জুনায়েদ সিদ্দিকীর ১০৬, মুশফিকের ৯৫, নাঈম ইসলামের ৩৬ রানে ভর করে সাকিবের দলটি ১২৪ ওভারে অলআউট হয় ৩৩১ রান তুলে। বাংলাদেশ সেই ম্যাচে হেরেছিল ১৮১ রানের বিশাল ব্যবধানে।

তার আগে একই বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ চতুর্থ ইনিংসে করেছিল ৩০১ রান। সেই ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ১১৩ রানে। প্রথম ইনিংসে ভারত ২৪৩ রানে অলআউট হয়। বাংলাদেশ তোলে ২৪২ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৮ উইকেটে ৪১৩ রান তুলে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪১৫ রান। ৭৫.২ ওভারে বাংলাদেশ অলআউট হওয়ার আগে তোলে ৩০১ রান। সেই ম্যাচে তামিম ইকবাল ৫২, শাহরিয়ার নাফিস ২১, মোহাম্মদ আশরাফুল ২৭, সাকিব ১৭, মুশফিক ১০১, মাহমুদউল্লাহ ২০, শাহাদাত হোসেন ২৪ রান করেন।

ছবি: শ্যামল নন্দী

চতুর্থ ইনিংস টেস্ট ম্যাচ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর