সাকিবের জায়গা ছেড়ে দিলেন স্টোকস
১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪১
ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের মহাকাব্যিক এক ইনিংসে রেকর্ড গড়ে অ্যাশেজের সমতায় ফিরেছিল ইংলিশরা। তবে, চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া ১৮৫ রানে জিতে অ্যাশেজ নিজেদের করে নিয়েছে। স্টোকস এবার পারেননি ইংলিশদের উদ্ধার করতে, পারেননি নিজেকেও অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে নিতে।
বরং সাকিবের কাছে স্থান হারিয়েছেন স্টোকস। যদিও সাকিব আফগানদের বিপক্ষে আহামরি কিছু করতে পারেননি। অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। সাকিব দুইয়ে, তিনে ভারতের রবীন্দ্র জাদেজা আর চারে নেমে গেছেন স্টোকস। এই তালিকায় পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারের স্থান অপরিবর্তিতই আছে।
স্টোকসের মহাকীর্তির কথা কারো অজানা নয়। ১৩৫ রানে অপরাজিত থেকে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। তাতে সিরিজে সমতায় ফেরে ইংলিশরা। আগের প্রকাশিত র্যাংকিংয়ে লম্বা লাফ দেন স্টোকস। সাকিবকে টপকে টেস্টের অলরাউন্ডার ক্যাটাগরিতে স্টোকস ঢুকে যান দুই নম্বরে। শুধু তাই নয়, ক্যারিয়ার সেরা র্যাংকিং পয়েন্টও অর্জন করেছিলেন স্টোকস।
কদিনের ব্যবধানে নিজের জায়গা হারালেন স্টোকস। নিজের জায়গায় ফিরে গেলেন সাকিব। হোল্ডার ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। একধাপ এগিয়ে আসা সাকিবের রেটিং পয়েন্ট ৩৯৭, জাদেজার ৩৮৯ আর দুইধাপ পিছিয়ে যাওয়া স্টোকসের ৩৮৭। ভারনন ফিল্যান্ডারের রেটিং পয়েন্ট ৩২৬।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দলপতি সাকিব নিয়েছিলেন মোট ৫টি উইকেট। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১১ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৪ রান। বোলারদের র্যাংকিংয়েও একধাপ এগিয়েছেন সাকিব, উঠেছেন ২১ নম্বরে।
ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, বোলারদের শীর্ষে প্যাট কামিন্স। আগের র্যাংকিংয়েও তারাই শীর্ষে ছিলেন।