Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে হারিয়ে বিশ্ব রেকর্ডে আফগানরা


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৪

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে আফগানিস্তান। তাতে অবশ্য নিজেদের আগের রেকর্ডই ভাঙতে হয়েছে। একটানা সর্বোচ্চ ১২ টি-টোয়েন্টি ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়েছে আফগানরা। এর আগে তারা টানা ১১টি ম্যাচ জিতেছিল।

কমপক্ষে পাঁচ ম্যাচে একটানা জেতা দলের মধ্যে নামিবিয়া, জার্সি, হংকং, ইতালি, আরব আমিরাতের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম।

২০১৬ সালের মার্চ থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত আফগানরা টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জিতলো আফগানরা। তাতে যুদ্ধ-বিদ্ধস্ত দেশটি নিজেদের আগের রেকর্ড ভেঙে একটানা সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ডে নতুন করে নাম লিখেছে।

আগের ১১টি ম্যাচে আফগানদের জয়গুলো ছিল ওয়েস্ট ইন্ডিজ (৬ রান), আরব আমিরাত (১১ রান), আরব আমিরাত (৫ উইকেট), আরব আমিরাত (৪৪ রান), আয়ারল্যান্ড (৫ উইকেট), আরব আমিরাত (৫ উইকেট), ওমান (৮ উইকেট), আয়ারল্যান্ড (১০ উইকেট), আয়ারল্যান্ড (৬ উইকেট), আয়ারল্যান্ড (১৭ রান), আয়ারল্যান্ড (২৮ রান)।

এবারের টানা ১২ ম্যাচে জয়ী আফগানরা জিতেছে জিম্বাবুয়ে (৫ উইকেট), জিম্বাবুয়ে (১৭ রান), বাংলাদেশ (৪৫ রান), বাংলাদেশ (৬ উইকেট), বাংলাদেশ (১ রান), আয়ারল্যান্ড (১৬ রান), আয়ারল্যান্ড (৮১ রান), আয়ারল্যান্ড (৫ উইকেট), আয়ারল্যান্ড (৮৪ রান), আয়ারল্যান্ড (৩২ রান), জিম্বাবুয়ে (২৮ রান), বাংলাদেশ (২৫ রান)।

২০১৮ সালে পাকিস্তান একটানা ৯ ম্যাচে জিতেছিল। ২০১০ সালের পর একটানা ৮ ম্যাচে জিতেছিল ইংল্যান্ড। ২০১২ সালের পর একটানা ৮ ম্যাচে জিতেছিল আয়ারল্যান্ড। ২০১৮ সালে পাকিস্তান আরও একবার একটানা ৮ ম্যাচে জিতেছিল।

বিজ্ঞাপন

আফগান টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ বিশ্বরেকর্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ
১২ অক্টোবর ২০২৪ ১২:১৩

ভেজা মাঠে খেলতেই চাননি মেসিরা!
১২ অক্টোবর ২০২৪ ১১:৪৯

সম্পর্কিত খবর