পাঁচে নামা মাহমুদউল্লাহর রেকর্ড
১৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:২২
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লেখালেন মিস্টার কুল মাহমুদউল্লাহ রিয়াদ। রেকর্ডটি অবশ্য দেশের মধ্যেই, বিশ্ব পরিমন্ডলে নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনিই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি পাঁচে নেমে এই সংগ্রহ পেলেন। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি।
তার আগে রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে ছিল। গেল বছর ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ বলে ৬০ রানের নান্দনিক এক ইনিংস খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাঁচে নেমে অর্ধ শতক করা তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হলেন সাব্বির রহমান রোমান। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩২ বলে খেলেছিলেন ৫১ রানের দাপুটে ইনিংস।
৬২ রানের ইনিংসটি গড়তে ৫টি ছয় মেরেছেন মাহমুদউল্লাহ। এটিও একটি রেকর্ড। কেননা ব্যাটিং পজিশেন বিবেচনায় ৫ নম্বরে তো বটেই, টি-টোয়েন্টিতে যে কোনো পজিশনে নেমেই এক ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি।
যদিও এই রেকর্ডটি মাহমুদউল্লাহর একার নয়। পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালে মেরেছিলেন নাজিমউদ্দিন (৫০ বলে ৮১), আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে জিয়াউর রহমান (১৭ বলে ৪০), পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে সাব্বির রহমান রোমান (৩২ বলে ৫১)। আর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে হিমাচলে ওমানের বিপক্ষে তামিম ইকবাল।
ছবি: শ্যামল নন্দী