১৭ উইকেট নিয়ে রেকর্ডবুকে কাইল অ্যাবোট
১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৬
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের ম্যাচে দারুণ এক কীর্তি গড়ে রেকর্ডবুকে নাম তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার কাইল অ্যাবোট। সাউদাম্পটনে সমারসেটের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে প্রোটিয়া এই সাবেক পেসার নিয়েছেন ১৭ উইকেট। ম্যাচটিতে অ্যাবোটের দল হ্যাম্পশায়ার জিতেছে ১৩৬ রানের ব্যবধানে।
প্রথম ইনিংসে সমারসেটের ৯ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন অ্যাবোট। ইনিংস শেষে তার বোলিং ফিগার ১৮.৪-৯-৪০-৯। আর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়েছেন অ্যাবোট। দ্বিতীয় ইনিংসে তার বোলিং ফিগার ১৭.৪-৩-৪৬-৮। দুই ইনিংস মিলিয়ে অ্যাবোট ৮৬ রান খরচায় তুলে নেন ১৭ উইকেট।
প্রথম শ্রেণির ম্যাচে বেস্ট বোলিং ফিগারে আরও অনেকের সঙ্গে তিন নম্বরে নাম তুলেছেন অ্যাবোট। ১৯৫৬ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ইংলিশ বোলার জিম লেকার ৯০ রানে নিয়েছিলেন ১৯ উইকেট। তালিকায় সেটাই সবার উপরে। এক ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন আরেক ইংলিশ বোলার উইলিয়াম লিলিহোয়াইট। ১৮৩৭ সালে লর্ডসে তিনি এই দুর্দান্ত বোলিং করেছিলেন। ১৮৬১ সালে ক্যান্টাবুরিতে ৯৬ রানে ১৮ উইকেট নিয়েছিলেন ইংলিশ বোলার হ্যারল্ড আর্থার আর্করাইট।
৮৬ রানে ১৭ উইকেট নেওয়ার দুর্দান্ত কীর্তি গড়ার পর ৩২ বছর বয়সী অ্যাবোট জানান, আমি কখনও ভাবিনি এমনটা করতে পারবো। এটা সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছে। ম্যাচের আগে যেমন ভাবিনি প্রথম ইনিংসে ৯ উইকেট নেব, তেমনি প্রথম ইনিংসের পরও ভাবিনি দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিতে পারবো।
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১১টি টেস্ট, ২৮টি ওয়ানডে আর ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যাবোট। বর্ণবাদী আগ্রাসন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে পিছিয়ে দেওয়ায় কোলপাক চুক্তিতে অ্যাবোট ইংলিশ কাউন্টি খেলা শুরু করেন। ইংলিশ ক্রিকেটে খেলা এই প্রোটিয়া আরও যোগ করেন, এখানে আমার অনেক ভালো বন্ধু তৈরি হয়েছে। আমি মনে করি সঠিক পথেই হেঁটেছি। সত্যি বলতে দীর্ঘ সময় আমি স্বস্তিতে খেলতে পেরেছি। হ্যাম্পশায়ার আমার ঘরের মতোই। এখানে আমি বেশ ভালো আছি।
** অনন্য রেকর্ডে শীর্ষে কাটার মাস্টার মোস্তাফিজ