খেলতেও পারেন চমকে দেওয়া বিপ্লব
১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৮
অভিষেকটা হয়েছে দারুণ। ত্রিদেশীয় সিরেজে জিম্বাবুয়ের বিপক্ষে কব্জির ভেলকিতে বল ঘুরিয়ে সবাইকে চমকে দিয়েছেন। প্রতিদান দিয়েছেন টিম ম্যানেজমেন্টের আস্থার। গতকাল জহুর আহমেদে পুরো আলোটাই কেড়ে নিয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তবে, আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ শেষেই নির্মম এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে অভিষিক্ত এই লেগি।
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ের সময় ফলো থ্রুতে বল ধরতে গিয়ে বাঁহাতে চোট পেয়েছেন। ম্যাচ শেষে তাকে চোটাক্রান্ত হাতে তিনটি সেলাইও দিতে হয়েছে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে এক সপ্তাহেরও বেশি। এতে করে সিরিজের বাকি দুই ম্যাচে তার মাঠে নামা নিয়ে জমেছে শঙ্কার ঘন কালো মেঘ।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শোনালেন অন্য কথা। তাতে সেই মেঘ কিছুটা হলেও কেটে গেল। তার ভাষ্যমতে, ‘বিপ্লব খেলতে পারবে কী না এটা এখনই বলা যাচ্ছে না। নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। অনেক সময় ইনজুরড প্লেয়ারকেও খেলাতে পারে। এটা এখন ওনারাই দেখবেন। আমাদের কাজ আমরা করে দিয়েছি।’
বিপ্লবের বাঁ হাতের ঠিক একই জায়গায় একটি পুরোনো চোট আছে। দুর্ভাগ্যক্রমে গতকাল সেখানেই বলটি আবার আঘাত হেনেছে।
অভিষিক্ত ম্যাচে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। অভিষিক্ত যে কোনো বোলারের জন্যই বেশ ভালো বোলিং ফিগার। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে তার জায়গা পাওয়া ছিল চমক জাগানিয়া। সেই চমক আমিনুল ধরে রাখেন তার পারফরম্যান্সেও। অভিষেক হয়েছে দীর্ঘদিনের অভাববোধ করা লেগ স্পিনের আলো ছড়িয়ে।
ছবি: শ্যামল নন্দী