Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষে বেলজিয়াম, পেছালো ব্রাজিল, দশে আর্জেন্টিনা


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৭

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‌্যাংকিংয়ে পিছিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং সদ্যই কোপা আমেরিকার শিরোপা জয়ী ব্রাজিল। অবস্থার কোনো পরিবর্তন হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার, তাদের অবস্থান দশ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম।

প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে বেলজিয়াম। এডেন হ্যাজার্ডের দেশটি ১৭৫২ র‌্যাংকিং পয়েন্ট নিয়ে এক নম্বরে। উয়েফা ইউরো বাছাইয়ে বেলজিয়াম আছে দুর্দান্ত ছন্দে। কাজাখস্তানকে ৩-০, স্কটল্যান্ডকে ৩-০, সান ম্যারিনোকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সবশেষ স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ৪-০ ব্যবধানে।

বিজ্ঞাপন

একধাপ এগিয়ে দুইয়ে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কাইলিয়ান এমবাপে, অ্যান্তোনিও গ্রিজম্যানদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭২৫। একধাপ নিচে নেমে যাওয়া ব্রাজিলের অবস্থান তিনে, নেইমার-কুতিনহো-জেসুসদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭১৯।

এছাড়া, শীর্ষ দশে থাকা দলগুলোর কারও কারও স্থান পরিবর্তন হয়েছে। চারে আছে অবস্থার পরিবর্তন না হওয়া ইংল্যান্ড। একধাপ এগিয়ে পাঁচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। একধাপ পিছিয়ে এডিনসন কাভানি, লুইস সুয়ারেজরা ছয় নম্বরে আর দুইধাপ পিছিয়ে স্পেন চলে গেছে সাত নম্বরে। একধাপ পিছিয়েছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ লুকা মদ্রিচ, ইভান রেকিটিচদের ক্রোয়েশিয়া, তাদের অবস্থান আট নম্বরে। নয় নম্বরে নেমে যাওয়া জেমস রদ্রিগেজের কলম্বিয়া একধাপ পিছিয়েছে। অবস্থার কোনো পরিবর্তন হয়নি দশে থাকা আর্জেন্টিনার।

এদিকে, পাঁচধাপ নেমে গেছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার দলটি চলে গেছে ১৮৭ নম্বরে। আগের র‌্যাংকিং পয়েন্ট ৯২২ থাকলেও তা কমে দাঁড়িয়েছে ৯১২। বাংলাদেশের প্রতিবেশি ভারত একধাপ পিছিয়েছে। সুনীল ছেত্রীর দেশটি এখন ১০৪ নম্বরে।

বিজ্ঞাপন

** অক্টোবরে ব্রাজিলের মুখোমুখি সেনেগাল-নাইজেরিয়া
** বার্সা বা মাদ্রিদে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর
** পাকিস্তান-ভুটান এগিয়েছে, বাংলাদেশ পিছিয়েছে

আর্জেন্টিনা বাংলাদেশ বেলজিয়াম ব্রাজিল র‍্যাংকিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর