Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ঘুরে দাঁড়াবার প্রত্যয় বাংলাদেশের কিশোরদের


১৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৩

ঢাকা: কাতারের কাছে লড়াই করে হেরে বড় ধাক্কা পেয়েছে বাংলাদেশের কিশোররা। এএফসি কাপ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে যাওয়ার আশা এখনই থেমে যায়নি লাল-সবুজদের। সেজন্য সামনের দুই ম্যাচ জিততেই হবে লাল-সবুজ জার্সিধারীরা। এখন চ্যালেঞ্জ ভুটানকে হারানো।

কাজটাও মোটেও কঠিন হবে না কিশোরদের জন্য। বয়সভিত্তিক পর্যায়ে ভুটানের কাছে হারার কোনও রেকর্ড নেই বাংলাদেশের। এই টুর্নামেন্টে খুবই সহনশীল অবস্থায় আছে ভুটান। প্রথম ম্যাচেই ১০ গোল হজম করেছে ইয়েমেনের কাছে।

বিজ্ঞাপন

এমন বিধ্বস্ত ভুটানের কাছে সঙ্গে আগামীকাল (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ কাতারের মাটিতে। প্রথম ম্যাচে হারের পর বড় জয় আশা করছে তুলনামূলক দুর্বল দল ভুটানের সঙ্গে। এ ম্যাচে জেতার বিকল্প নেই রবার্ট মার্টিন রাইল্সের।

ভুটানের পর ২২ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজ কিশোররা।

১১ গ্রুপে ভাগ হয়ে ৪৭টি দেশ এই বাছাইপর্বে অংশ নিচ্ছে। গ্রুপ ‘ই’তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক কাতার, ইয়েমেন ও ভুটান। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৪ রানার্সআপ যাবে মূল পর্বে।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভুটান

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর