Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে নেওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৬

২০০৯ সালে পাকিস্তানের লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলা চালানো হয়। তাতে লঙ্কান একাধিক খেলোয়াড় আহত হলেও বেশ কিছু লোক প্রাণ হারান। এরপর থেকে পাকিস্তান সফরে যায়নি বড় কোনো দল। দীর্ঘ অপেক্ষায় থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড এরপর কিছু কিছু আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করলেও দেশটি সফরে এখনও অনীহা অনেক দেশের। মাঝে বাংলাদেশকে সেখানে যেতে বললেও নিরাপত্তার কারণে টাইগাররা পাকিস্তান সফরে যায়নি।

বিজ্ঞাপন

পাকিস্তান আবারও আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কাকে। দশ তারকা ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মোটামুটি একটি দল গড়ার পর পাকিস্তান সফরে গিয়েছে শ্রীলঙ্কা। আগামী শুক্রবার থেকে দুই দলের ম্যাচ শুরু হওয়ার কথা। এই সফরে লঙ্কানরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে শ্রীলঙ্কা সেখানে সফরে গেলেও বাংলাদেশ যাবে কী না সেটি জানা যায়নি। তবে, পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বাংলাদেশের সেখানে যাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি জানান, ‘যেকোনো আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজ আয়োজনে পাকিস্তান এখন পুরোপুরি তৈরি। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। লঙ্কান ক্রিকেটাররা নিশ্চিন্তে এখানে এসে খেলে যেতে পারবে। আমি আশা করব লঙ্কানরা সফর শেষে এটা বিশ্ব ক্রিকেটকে জানাবে।’

ওয়াসিম আরও জানান, ‘শুধু মুখের কথা নয়, পাকিস্তান এখন পুরোপুরি নিরাপদ। পরের বছর জানুয়ারিতে বাংলাদেশকে এখানে এসে খেলে যেতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের ক্রিকেট বোর্ড আমাদের নিরাশ করবে না। কথা-বার্তা যা হয়েছে সবই পজেটিভ। শুধু বাংলাদেশ নয়, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথেও আমরা কথা বলেছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিভাগের কেভিন রবার্ট এবং শেন কনেল এখানে এসেছিলেন। তারা নিরাপত্তার ব্যাপারে ছাড় দিতে নারাজ। তারা কিন্তু আমাদের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। পরের মাসে ইংল্যান্ডের সিইও টম হ্যারিসন পাকিস্তানে আসবেন নিরাপত্তা পরিদর্শনে। আশা করি আমরা তারও সন্তুষ্টির কথা জানাতে পারবো।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই কর্তাব্যক্তি আরও যোগ করেন, ‘এটা সত্যি যে পাকিস্তানের দীর্ঘদিন বড় কোনো সিরিজ আয়োজন সম্ভব হয়নি। এবার লঙ্কানরা ১৩-১৪ দিনের সফরে এসেছে। ২০০৯ সালের পর এটাই কোনো দলের লম্বা সফর।’

বিজ্ঞাপন

পাকিস্তান বাংলাদেশ লাহোর শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর