Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার থেকে বিশ্বকাপ প্রস্তুতি শুরু জামাল ভূঁইয়াদের


২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:০২

ঢাকা: আফগানিস্তানের কাছে হারার পর চারদিনের মাথায় কাতার ও ভারত ম্যাচকে সামনে আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে জামাল ভূঁইয়াদের। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব ও এশিয়ান কাপের বাছাইয়ের জন্য ১৫ দিনের প্রস্তুতি নিবে জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন।

এর মাঝেই ভুটানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। প্রস্তুতি ম্যাচের পরপরই প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত করা হবে দল।

বিজ্ঞাপন

আগামী মাসের ১০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারকে আতিথ্য দেবে বাংলাদেশ দল। তার চারদিন পর ১৫ অক্টোবর কলকতায় ভারতের সঙ্গে খেলবে জেমি ডের শিষ্যরা।

এদিকে ক্যাম্পকে সামনে রেখে সপ্তাহ দুয়েক ছুটি কাটিয়ে বুধবার রাতেই রাজধানীতে ফিরছে কোচ জেমি ডে। এর মধ্যে বুধবার বিকেলে দলের ম্যানেজার সত্যজিত দাস রুপুর কাছে রিপোর্টিং করবে ২৬ ফুটবলারের প্রাথমিক দল। পল্টনের একটি হোটেলে থাকবে ফুটবলাররা। সেখান থেকে অনুশীলন করবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

এবার আফগান ম্যাচের আগে প্রাথমিক দলে সুযোগ পাওয়া আরামবাগের গোলরক্ষক হিমেলকে রাখা হয়নি। দলে সুযোগ পেয়েছে মোহামেডানের পাপ্পু আহমেদ। স্ট্রাইকার হিসেবে দলে সুযোগ পেয়েছেন তৌহিদুল আলম সবুজ। তাছাড়া গতবারের মতো এবারও প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন মনজুরুর রহমান মানিক।

এর আগে প্রথম ম্যাচে আফগানদের কাছে ১-০ ব্যবধানে হার দিয়ে শুরু করেছে জামাল ভূঁইয়ারা।

কাতার জেমি ডে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্ব ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর