Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ডেকেছিল, ভারত ফিরিয়ে দিয়েছে


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৫

আইসিসির নিষেধাজ্ঞা থাকার পরও বাংলাদেশে এসে ত্রিদেশীয় সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়েকে নিয়ে সিরিজ আয়োজন করলেও ভারতীয় ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে নিয়ে সিরিজ আয়োজন করতে চাইছে না। তাতে ভারত সফরে খেলার সুযোগ হারালো জিম্বাবুয়ে। তাদের বদলে ভারত সফরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কাকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে না তারা। আগামী বছরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই।

বিজ্ঞাপন

আগামী জানুয়ারির সিরিজ থেকে জিম্বাবুয়েকে বাদ দেওয়ায় বেশ সমালোচনাও উঠেছে। যেহেতু আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের, ভারত তাদেরকে ডেকে নিয়ে যাওয়ায় ঘরের মাটিতে জিম্বাবুয়ের সেই সিরিজের ভাগ্যও এখন অনিশ্চিত। অনেকেই বলছেন, আইপিএলে নিজেদের অবস্থান ধরে রাখতে শ্রীলঙ্কান ক্রিকেটাররা ভারতের আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারেননি। তাতে যা ক্ষতি হবার জিম্বাবুয়েরই হবে।

এরই মধ্যে শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। ৫-১০ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ৫ জানুয়ারি প্রথম ম্যাচ গুয়াহাটিতে, ৭ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ইন্দোরে আর ১০ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশন স্টেডিয়ামে।

জিম্বাবুয়ে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর