বিগ ব্যাশে নাম লিখিয়ে আলোচনায় পাকিস্তানের নিদা দার
৩ অক্টোবর ২০১৯ ১৫:৪৭
নারী বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারে নাম লিখিয়ে আলোচনায় পাকিস্তানের বোলিং অলরাউন্ডার নিদা দার। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম কোনো পাকিস্তানি যিনি বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের তারকা স্ট্যাফানি টেইলরের স্থলাভিষিক্ত হয়েছেন নিদা দার।
এ প্রসঙ্গে পাকিস্তানি এই নারী ক্রিকেটার জানান, ‘সত্যিই দারুণ সুযোগ। বিশ্বমানের ভালো একটি টুর্নামেন্টে খেলব, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণের সেই সুযোগ পেয়েছি। সিডনি আমাকে সেই সুযোগ করে দিয়েছে। এটা আমার জন্য দারুণ একটি খবর যে প্রথম কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সেখানে খেলতে যাব।’
তিনি আরও যোগ করেন, ‘বিগ ব্যাশ দারুণ এক টুর্নামেন্ট আর সিডনি দারুণ একটি দল। তাদের একজন অলরাউন্ডার দরকার যেটা আমি পূরণ করতে চাই। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটের লিগ সেহেতু আমি সেখানে ভালো কিছু করার চেষ্টাই করব। আমি সব সময়ই ক্রিকেটপ্রেমীদের উপভোগের মঞ্চ করে দিতে চাই। দর্শকদের আনন্দ দিতে চাই।’
টি-টোয়েন্টির আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ পাঁচ অলরাউন্ডারে নাম লেখানো নিদা দার পাকিস্তানের জার্সিতে ওয়ানডে খেলেছেন ৭১টি। আর টি-টোয়েন্টি খেলেছেন ৯৬টি। ওয়ানডেতে ৯০৪ রানের পাশাপাশি নিয়েছেন ৬৬ উইকেট। আর টি-টোয়েন্টিতে ১০৮৬ রানের পাশাপাশি নিয়েছেন ৮৮ উইকেট।