৫০০ পেরিয়ে ভারতের ইনিংস ঘোষণা
৩ অক্টোবর ২০১৯ ১৬:৫৯
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে বিশাখাপত্তমে বিরাট কোহলিদের প্রতিপক্ষ ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিংয়ে নামা টিম ইন্ডিয়া ১৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ৫০২ রান। এরপর ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি। দ্বিতীয় দিন শেষে প্রোটিয়ারা ৩ উইকেট হারিয়ে তুলেছে ৩৯ রান।
টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক ওপেনার রোহিত শর্মা। ঘরের মাটিতে রাহুল দ্রাবিড়ের পর টানা ছয়টি ফিফটি প্লাস ইনিংস খেলার কীর্তি গড়েছেন রোহিত।
ওপেনিং জুটিতেই তারা তুলে নেন ৩১৭ রান। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান আগারওয়াল। ৩৭১ বলে ২৩টি চার আর ৬টি ছক্কায় করেন ২১৫ রান। প্রথমবারের মতো টেস্টে ওপেনিংয়ে নেমে রোহিত শর্মা ২৪৪ বলে ২৩টি চার, ৬টি ছক্কায় করেন ১৭৬ রান। তিন নম্বরে নামা চেতশ্বর পূজারা ৬, দলপতি বিরাট কোহলি ২০, আজিঙ্কা রাহানে ১৫, হনুমা বিহারি ১০ রান করেন।
এরপর রিদ্ধিমান শাহা ২১ রানে আউট হন। রবীন্দ্র জাদেজা ৪৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। রবীচন্দ্রন অশ্বিন ১ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ৫৫ ওভারে ১৮৯ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান ভারনন ফিল্যান্ডার, ড্যান পাইড, সেনুরান মুথুস্যামি আর ডীন এলগার।