Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদে টাইগার যুবারা


৪ অক্টোবর ২০১৯ ২১:৪৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের স্মৃতি এখনো ভোলেননি তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। গত মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুঃসহ স্মৃতি নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সে সময় হ্যাগলি ওভাল মাঠের অদূরে আল-নূর মসজিদে শুক্রবারের নামাজ পড়তে তামিমরা যাচ্ছিলেন।

মসজিদে প্রবেশের আগেই তারা গোলাগুলির খবর পেয়ে দৌঁড়ে নিজেদের রক্ষা করেন। সময়ের হিসেবটা একটু এদিক-ওদিক হলে হয়তো ভয়ঙ্কর কোনো ঘটনা যেত।

ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদের সেই হামলা নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য হত্যাযজ্ঞ। সেই ক্রাইস্টচার্চে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেখানে আকবর আলির নেতৃত্বে খেলতে গিয়েছে বাংলাদেশের যুবারা।

শুক্রবার (৪ অক্টোবর) ক্রাইস্টচার্চের সেই আল-নূর মসজিদেই জুমার নামাজ আদায় করেছেন বাংলাদেশের যুবারা। বাংলাদেশের এই দলটির সঙ্গে ছিলেন ম্যানেজারের দায়িত্ব নিয়ে যাওয়া সাবেক ক্রিকেটার সজল চৌধুরি।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বার্ট সাটক্লিফ ওভালে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর। ২ অক্টোবর সিরিজের দ্বিতীয়, ৬ অক্টোবর তৃতীয়, ৯ অক্টোবর চতুর্থ আর ১৩ অক্টোবর সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

সিরিজ শেষে আগামী ১৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের যুবাদের।

ক্রাইস্টচার্চ বাংলাদেশ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর