অবশেষে জয়ের দেখা পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি
৬ অক্টোবর ২০১৯ ১৫:৫৫
আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব জিমন্যাসিয়া ওয়াই এসগ্রিমা লা প্লাতার কোচ হয়ে টানা তিন ম্যাচে ডাগআউটে দাঁড়ালেও জয়ের দেখা কিছুতেই পাচ্ছিলেন না দিয়েগো ম্যারাডোনা। দায়িত্ব নিয়ে ডাগআউটে দাঁড়িয়ে নিজের প্রথম তিন ম্যাচে নিজ দেশে শিষ্যদের পরাজয় দেখলেও বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি চতুর্থ ম্যাচে শিষ্যদের জিততে দেখেছেন।
গোডোয় ক্রুসকে ৪-২ গোলে হারিয়েছে জিমন্যাসিয়া। শেষ দিকের দুই গোলে জয় তুলে নেয় দলটি। যদিও তখন ৯ জনের দলে পরিণত হয়েছিল ক্রুস। অবনমনের হাত থেকে আপাতত রেহাই মিলেছে ম্যারাডোনার শিষ্যদের। তলানি থেকে একধাপ উপরে উঠেছে জিমন্যাসিয়া। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ২৩ নম্বরে। ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে ক্রুস।
২০১০ সালে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর এই প্রথম নিজ দেশে কোচিং করানোর দায়িত্ব পান ম্যারাডোনা। তার অধীনে ঘরের মাঠে জিমন্যাসিয়া প্রথম মাঠে নেমে রেসিংয়ের বিপক্ষে হেরেছিল ২-১ গোলের ব্যবধানে। ম্যারাডোনা দায়িত্ব নেওয়ার আগে চলতি মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে জিমন্যাসিয়া। টেবিলের তলানি থেকে দুই নম্বরে থাকা দলটি ম্যারাডোনার অধীনে ঘুরে দাঁড়াতে চায়।
এর আগে মেক্সিকান দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোসের হয়ে এক বছর কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। সেখানে ৯ মাস কোচিং করালেও দলটিকে শীর্ষ লিগে তুলতে ব্যর্থ হন তিনি। পরে কাঁধে ও হাঁটুতে অস্ত্রোপচার করানোর জন্য গত জুনে দলটির দায়িত্ব ছাড়েন ৫৮ বছর বয়সী সাবেক এই ফুটবলার।