Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিনের অপেক্ষায় মিরাজ-মুমিনুলরা


৬ অক্টোবর ২০১৯ ১৯:১৯

চার দিনের দ্বিতীয় আন-অফিসিয়াল টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল ৬৪ রানের লিড নিয়েছে। হাম্বানটোটায় মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল তৃতীয় দিন ৩৮ ওভার বল করলেও কোনো উইকেট পায়নি। লঙ্কানদের প্রথম ইনিংসে ২৬৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ তুলেছে ৩৩০ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা বিনা উইকেটে তুলেছে ১২৬ রান।

প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ একাই নিয়েছেন সাতটি উইকেট। ব্যাট হাতে নেমে দলপতি মুমিনুল সেঞ্চুরির দেখা পেয়েছেন। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে, দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি বাংলাদেশি বোলাররা।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে লঙ্কান ওপেনার নিশানকা ৮৫, কামিন্দু মেন্ডিস ৬২, দলপতি আশান প্রিয়াঞ্জন ২৮, আশালাঙ্কা ৪৪ আর লাহিরু উদারা করেন ২০ রান। মেহেদি হাসান মিরাজ ৩৭ ওভারে ১৪ মেডেন নিয়ে ৮৪ রান খরচায় পান সাতটি উইকেট। পেসার এবাদত হোসেন ২৩ ওভারে ৬২ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। সালাউদ্দিন শাকিল একটি উইকেট নিয়েছেন।

ব্যাটিংয়ে নেমে ওপেনার জহুরুল ইসলাম ব্যক্তিগত ১ রানে বিদায় নেন। আরেক ওপেনার সাদমান ১০৪ বলে আটটি চার আর একটি ছক্কায় করেন ৭৭ রান। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ৯ রানে সাজঘরে ফেরেন। চার নম্বরে নেমে দলপতি মুমিনুল হক খেলেন ১১৭ রানের ইনিংস। তার ১৯০ বলে সাজানো ইনিংসে ছিল ১৫টি চার আর একটি ছক্কার মার। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ২১ রান। এনামুল হক বিজয় ৮ রানে ফেরেন। নুরুল হাসান সোহান ৩৬ এবং মেহেদি হাসান মিরাজ করেন অপরাজিত ৩৮ রান।

লঙ্কানদের হয়ে ৫টি উইকেট তুলে নেন মোহামেদ সিরাজ। তিনটি উইকেট পান প্রভাত জয়সুরিয়া এবং দুটি উইকেট পান আশিথা ফার্নান্দো। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার নিশানকা ৭৫ আর কোরায় ৫০ রানে অপরাজিত আছেন। মিরাজ ১৮ ওভার বল করে খরচ করেছেন ৫১ রান। ১০ ওভারে ২৮ রান দিয়েছেন ইবাদত হোসেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ‘এ’ মিরাজ মুমিনুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর