Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের চেয়ে ক্লাব বড়


৭ অক্টোবর ২০১৯ ১৩:২৫

গত ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিল তারকা নেইমারকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ ও কেইলর নাভাসকে দিতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল মাদ্রিদের লোভনীয় এই প্রস্তাব ফিরিয়ে দেয় পিএসজি। ওদিকে, রদ্রিগেজও ছাড়তে চাননি রিয়ালের ড্রেসিং রুম। যেখানে তার দলে থাকা নিয়েই অবাক হয়েছেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা, সেখানে কলম্বিয়ান এই ফুটবলার জানান, চলতি মৌসুমটা নাকি তারই হবে।

বিজ্ঞাপন

গত মাসে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়ে দেন, এই মৌসুমে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েই থাকবেন তিনি। সবশেষ লা লিগার ম্যাচে অবশ্য তার কিছুটা ঝলকও দেখিয়েছিলেন রদ্রিগেজ।

লা লিগায় রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ আর ইতালির ক্লাব নাপোলি রদ্রিগেজের দিকে আগ্রহ দেখিয়েছিল। তবে, জিনেদিন জিদান দল গোছানোর চিন্তায় রেখে দিয়েছেন রদ্রিগেজকে। দুই বছর পর এই মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামাটা সুখকর হয়নি রদ্রিগেজের। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ড্রয়ের ম্যাচে চোটকে সঙ্গী করেছেন কলম্বিয়ান এই তারকা। দুই বছর ধারে বায়ার্ন মিউনিখে খেলে আসার পর রিয়ালের হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই চোট পান রদ্রিগেজ। ইনজুরিতে এই কলম্বিয়ান ব্রাজিল আর ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজ দেশের হয়ে খেলতে পারেননি।

এবার চিলি আর আলজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কলম্বিয়া। এই দুটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রদ্রিগেজ। কলম্বিয়ান কোচ কার্লোস কুইরোজকে অনুরোধ করেছেন, তাকে যেন এই দুই ম্যাচে স্কোয়াডে রাখা না হয়। রদ্রিগেজকে ছাড়াই দল ঘোষণা করেছে কলম্বিয়া। রদ্রিগেজও স্প্যানিশ গণমাধ্যমের কাছে বিষয়টি খোলাসা করেছেন। তিনি জানান, আপাতত রিয়ালের জার্সিতেই পুরো ফোকাসটা ধরে রাখতে চান। জাতীয় দলকে ‘না’ বলে দেওয়া এই কলম্বিয়ানের এমন সিদ্ধান্তে সমালোচনা শুরু হয়েছে।

২০১৪ সালে মোনাকো থেকে রদ্রিগেজকে কিনে আনে রিয়াল। ২০১৭ সালে তাকে ধারে খেলতে পাঠায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। রিয়ালে যোগ দেওয়ার পর বেশিরভাগ সময় মূল একাদশে জায়গা হয়নি রদ্রিগেজের। রোনালদো-বেল-বেনজেমাদের মাঝে নিজেকে হারিয়ে খুঁঝতে থাকেন। ক্যারিয়ার বাঁচাতে অনেকটা বাধ্য হয়ে রিয়াল মাদ্রিদ থেকে বায়ার্ন মিউনিখে ধারে খেলতে যান। জার্মানিতে গিয়ে বাভারিয়ানদের হয়ে রদ্রিগেজ যেভাবে খেলেছেন, তাতে গা জ্বলে গিয়েছিল রিয়াল সমর্থকদের। জিদানের দিকে আঙুল তুলেছিলেন কেউ কেউ। এই মৌসুমে রিয়ালের জার্সিতে টিকে গেছেন রদ্রিগেজ।

বিজ্ঞাপন

সবশেষ লিগের ম্যাচে গ্রানাডার বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটের মাথায় গ্যারেথ বেলকে তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ জিদান মাঠে নামান রদ্রিগেজকে। এই কলম্বিয়ান ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করেন। গোলের পর অতি আনন্দে নিশ্চিত হলুদ কার্ড দেখবেন জেনেও জার্সি খুলে উদযাপন করেছিলেন রদ্রিগেজ। ঘরের মাঠে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।

কলম্বিয়া রদ্রিগেজ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর