গাঙ্গুলিকে পেছনে ফেলে কোহলির ফিফটি
১০ অক্টোবর ২০১৯ ১৪:২৯
প্রতি ম্যাচেই যেন একেকটা অর্জন নিজের নামের পাশে লেখেন ভারতের দলপতি বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনেতে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টস করতে নেমে কোহলি গড়লেন আরেক কীর্তি। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে কোহলি দেশকে সাদা পোশাকে নেতৃত্ব দিলেন ৫০তম ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ জেতার সঙ্গে অধিনায়ক হিসেবে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কোহলি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ৫০তম টেস্টে অধিনায়কত্ব করার কীর্তিতে নাম লেখালেন। তাতে পেছনে ফেললেন সাবেক অধিনায়ক গাঙ্গুলিকে, কোহলির সামনে এখন শুধুই মহেন্দ্র সিং ধোনি।
বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে অধিনায়ক হিসেবে ৪৯তম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। সেই ম্যাচে স্পর্শ করেছিলেন গাঙ্গুলিকে।
আজ ম্যাচের টস করতে নেমে কোহলি জানান, ‘এই পজিশনে নিজেকে দেখে ভীষণই ভাগ্যবান মনে হচ্ছে। দেশের হয়ে এত ম্যাচ খেলতে পেরে আমি কৃতজ্ঞ। অধিনায়ক হিসেবে এটা দারুণ একটা ল্যান্ডমার্ক। তবে যত বেশি সংখ্যক সম্ভব ম্যাচ জয়ের দিকেই এখন ফোকাস আমাদের। প্রয়োজনে সব ম্যাচই আমরা জিততে চাই। পরিসংখ্যান আর সংখ্যার তেমন গুরুত্ব আমার কাছে নেই। তবু এমন ছোট ছোট বিষয়গুলোকে যখন সম্মান জানানো হয়, ক্রিকেটার হিসেবে তখন তা অবশ্যই মনে রাখার মতো। এই অবধি ক্যারিয়ারে যা অর্জন তাতে আমি খুশি।’
এই ম্যাচের আগে অধিনায়ক হিসেবে ৪৯টি টেস্টে ২৯টি জয় নিয়ে ভারতের সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন কোহলি। তার নেতৃত্বে ভারত হেরেছে ১০ ম্যাচে আর ড্র করেছে ১০টি ম্যাচ।
ভারতের হয়ে সর্বোচ্চ ৬০ টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। অধিনায়ক হিসেবে ৬০টি টেস্টে ২৭টি ম্যাচ জিতেছেন তিনি। টেস্ট অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ জিতেছেন সর্বোচ্চ ৫৩টি ম্যাচ। ৪৮টি ম্যাচ জিতে এই তালিকায় দুইয়ে অজি কিংবদন্তি রিকি পন্টিং। ৪১টি ম্যাচ জিতে তালিকায় তিন নম্বরে আরেক অজি কিংবদন্তি স্টিভ ওয়াহ।
** আইসিসির কাছে কোহলির নতুন প্রস্তাব