বিশাল জয়ে ভারতের সিরিজ জয়
১৩ অক্টোবর ২০১৯ ১৬:০৩
দ্বিতীয় টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। নিজেদের মাটিতে টানা ১১টি সিরিজ জিতলো তারা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে এই জয়ে টিম ইন্ডিয়া নিজেদের নামের পাশে যোগ করলো আরও ৪০ পয়েন্ট। প্রথম ম্যাচেও জিতেছিল বিরাট কোহলির দল। দ্বিতীয় ম্যাচ জেতায় এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজে ২-০ তে লিড নেওয়ার পাশাপাশি সিরিজ নিশ্চিত করলো ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চার ম্যাচের চারটিতে জিতে ভারতের সংগ্রহ সর্বোচ্চ ২০০ পয়েন্ট। যেখানে দুই ম্যাচ খেলে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৬০।
প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারা সবকটি উইকেট হারিয়ে তোলে ২৭৫ রান। এরপরই তৃতীয় দিনের খেলা শেষ হয়। ৩২৫ রানের লিড পায় বিরাট কোহলির দল। চতুর্থ দিন টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে না নেমে প্রোটিয়াদের ফলোঅনে পাঠায়। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
ভারতের দলপতি কোহলি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পান। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল আবারো সেঞ্চুরি হাঁকান। ১৯৫ বলে এই ওপেনার ১৬টি চার আর দুটি ছক্কায় করেন ১০৮ রান। আরেক ওপেনার রোহিত শর্মা ১৪ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা চেতশ্বর পূজারা করেন ৫৮ রান।
কোহলি ২৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ৩৩৬ বলে সাজানো ইনিংসে ছিল ৩৩টি চার আর দুটি ছক্কার মার। আজিঙ্কা রাহানে করেন ৫৯ রান। রবীন্দ্র জাদেজা ১০৪ বলে আটটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে ৯১ রান করে বিদায় নিলে কোহলি ১৫৬.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করেন। প্রোটিয়াদের হয়ে কেগিসো রাবাদা তিনটি, কেশব মহারাজ একটি, মুথুস্যামি একটি করে উইকেট পান।
ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার ডীন এলগার ৬, আইডেন মার্কারাম ০ আর ডি ব্রুইন ৩০ রান করেন। তিনজনকেই ফেরান পেসার উমেস যাদব। তেমবা বাভুমা ৮, নরজে ৩ রান করে বিদায় নেন। দলপতি ডু প্লেসিস ৬৪, কুইন্টন ডি কক ৩১, ফিল্যান্ডার ৪৪* রান করেন। শেষদিকে কেশব মহারাজ ৭২ রানের ইনিংস না খেললে হয়তো ২০০ রানের আগেই গুটিয়ে যেত সফরকারীরা।
ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ২৮.৪ ওভারে ৬৯ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ১৩ ওভারে ৩৭ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন উমেস যাদব। ইশান্ত শর্মা কোনো উইকেট না পেলেও, মোহাম্মদ শামি নিয়েছেন দুটি উইকেট।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার আইডেন মার্কারাম প্রথম ইনিংসের মতো ০ রানেই বিদায় নেন। ডীন এলগার করেন ৪৮ রান। ডি ব্রুইন (৮), ডু প্লেসিস (৫) দ্রুত বিদায় নেন। ৩৮ রান করেন তেমবা বাভুমা। ডি কক (৫), মুথুস্যামি (৯) বিদায় নিলেও ৩৭ রান করেন ফিল্যান্ডার। ২২ রান আসে কেশব মহারাজের ব্যাট থেকে। ভারতের জাদেজা আর উমেস যাদব তিনটি করে উইকেট তুলে নেন। অশ্বিন পান দুটি উইকেট। একটি করে উইকেট পান ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি। ম্যাচ সেরা হয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি।