Friday 25 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজেও থাকছেন না ‘হেডমাস্টার’?


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫০

স্টাফ করেসপন্ডেন্ট

ফিল সিমন্স চলে গেছেন আফগানিস্তানে, রিচার্ড পাইবাসও যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে। বাংলাদেশ জাতীয় দলের কোচদের শর্টলিস্ট বলতে গেলে একরকম খালিই হয়ে গেছে। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ জানালেন, কোচ খোঁজার কাজ জোরেশোরেই চালাচ্ছে বিসিবি। তবে সামনের নিদহাস সিরিজের আগে হেড কোচ আসার সম্ভাবনা কম, সেই আভাসও দিলেন।

বিজ্ঞাপন

চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর মাস তিনেক পেরিয়ে গেছে। তবে বাংলাদেশের কোচের পদটা এখনো ফাঁকাই। সিমন্স, মার্শ, পাইবাসসহ অনেকের নাম শোনা গেলেও এদের কাউকেই চূড়ান্ত করেনি বিসিবি। ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতার পর সেই প্রশ্ন আবার জোরেশোরেই চলে এসেছে সামনে। এই দুই মাস কোচিং স্টাফ দায়িত্ব পালন করলেও মূল কোচ ছিল না। জালাল ইউনূসের কথায় বোঝা গেল, ভাবনাটা এখন ভালোমতোই আছে বিসিবির কর্তাব্যক্তিদের মাথায়।

‘আমরা হেড কোচ নিয়ে আগে থেকেই সিরিয়াস। একটা স্কুলে সবধরণের শিক্ষক থাকতে পারে। অঙ্কের শিক্ষক থাকতে পারে, ভুগোলের শিক্ষক থাকতে পারে, কিন্তু হেড মাস্টার তো দরকার। সবধরণের শিক্ষক আছে হেডমাস্টার নাই।’

শোনা যাচ্ছিল ব্যাটিং কোচ হিসেবে মাইকেল বেভান আসতে পারেন। জালাল ইউনুসও তা স্বীকার করলেন। তবে খুব শিগগির কিছু হওয়ার সম্ভাবনা দেখছেন না, ‘নিদহাস কাপের পর আমরা যদি ব্যাটিং কোচ পাই তাহলে হয়তো বেভান বা ম্যাকেঞ্জির মধ্যে একজনকে নিয়োগ দেয়া যেতে পারে। এটাও কিন্তু আলাপ আলোচনার মধ্যে আছে। কিছু নিয়ম আছে। যেগুলো নিয়ে এখনও তাদের সাথে আলাপ ফাইনাল পজিশনে আসতে পারি নাই। এখনও বিবেচনায়।’

বিজ্ঞাপন

তার মানে কি সামনের মার্চ থেকে শুরু নিদহাস ট্রফিতেও কোনো কোচ থাকছেন না? জালাল ইউনুস সেরকমই জানালেন, ‘সময় খুব কম মনে হয় না, এই সময়ের মধ্যে হেড কোচ বা ব্যাটিং কোচ আমরা আনতে পারব। ব্যাটিং কোচের সম্ভাবনা আছে…তাও কম।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরলেন মির্জা ফখরুল
২৬ অক্টোবর ২০২৪ ০১:৩০

সম্পর্কিত খবর