Sunday 29 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ আর সিরিজ দুটিই খোয়ালো বাংলাদেশ


১৪ অক্টোবর ২০১৯ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। সুযোগ ছিল ম্যাচ জিতে সিরিজটিও বগলদাবা করার। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে কোনোটিই সম্ভব হয়নি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ নারী ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে সফরকারী ভারত নারী ‘এ’ দল।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশকে ৩০ রানে হারিয়েছে ভারতীয় মেয়েরা। তাতে, তিন ম্যাচের সিরিজটি ১-০ তে জিতে নিয়েছে সফরকারীরা।

আগে ব্যাট করে ভারত নারী ‘এ’ দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১১১ রান। ১১২ রানের লক্ষ্যে ৯ উইকেটে ৮১ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

বিজ্ঞাপন

ভারতের হয়ে ভাটিয়া ১৮, মেঘনা ১১, দেভিকা ১৯, তেজাল ২৮*, তনুশ্রী ১৫ রান করেন। বাংলাদেশের হয়ে খাদিজা ১২ রানের বিনিময়ে তিনটি আর হাসনাত ১৫ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। ১১২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৮১ রান।

শায়লা ১২, টুম্পা ১৫, ফাহিমা ১৩, শোভানা ১২ রান করেন। ভারতের কানওয়ার ৮ রানে তিনটি উইকেট তুলে নেন। মেঘনা ২ রানে ২ উইকেট পান। এছাড়া, তনুশ্রী ১৫ রানে একটি, শিমরন ১৪ রানে একটি, সুশ্রী ১৪ রানে একটি উইকেট তুলে নেন।

টি-টোয়েন্টি বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর