ব্রাজিল-আর্জেন্টিনা থেকে তেমন পিছিয়ে নেই বাংলাদেশ
১৮ অক্টোবর ২০১৯ ১৬:৫০
চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটিতেই জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা। জয়ের হার পুরোপুরি ৫০ শতাংশ। যা পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের হারের সমান। তবে, বাংলাদেশ-ব্রাজিলের থেকে অল্প একটু এগিয়ে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিদের দেশটির জয়ের হার ৫৩.৮৪ শতাংশ।
জামাল ভূঁইয়ার দলটি চারটি ম্যাচ জেতার পাশাপাশি দুটি ড্র এবং দুটি ম্যাচে হেরেছে। বাংলাদেশের সামনে আরও ম্যাচ বাকি। যেখানে বেশিরভাগই ২০২২ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।
এখন পর্যন্ত চলতি বছল ১৩টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে জিতেছে ৭ ম্যাচ, হেরেছে ৩টিতে ও ড্র করেছে বাকি ৩ ম্যাচে। আর্জেন্টিনার জয়ের হার ৫৩.৮৪ শতাংশ। আর ব্রাজিল চলতি বছর এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৭ ম্যাচে, হেরেছে ১ ম্যাচে আর ড্র করেছে ৬ ম্যাচে। ব্রাজিলের জয়ের হার ৫০ শতাংশ, যা বাংলাদেশের সমান।
কদিন আগে ঘরের মাটিতে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানকে আতিথ্য জানিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয়ের পর সবশেষ দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে দেয় জেমি ডের শিষ্যরা।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চলতি বছর প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-কম্বোডিয়া। সেই ম্যাচে লাল-সবুজের জার্সিধারীরা জিতেছিল ১-০ গোলের ব্যবধানে। এরপর ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড ওয়ানে লাওসকে ১-০ গোলে হারানো বাংলাদেশ পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এদিকে, ঘরের মাটিতে সবশেষ দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে জেমি ডের শিষ্যরা। আন্তর্জাতিক প্রীতি প্রথম ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে জিতেছে ২-০ গোলের ব্যবধানে।
এরপর গত ১০ অক্টোবর হোম ম্যাচে কাতারের বিপক্ষে নেমেছিল টিম বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল জামালরা। আর সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে শেষ সময়ের গোলে জিততে পারেনি লাল-সবুজরা। গত ১৫ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ৮৫ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে লিড নিয়েছিল বাংলাদেশ। ৮৮ মিনিটের মাথায় সমতায় ফেরে স্বাগতিক ভারত। তাতে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ম্যাচগুলো দেখে নেওয়া যাক
* ১৪ নভেম্বর, ২০১৯: অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ বনাম ওমান
স্থান: ঘোষণা করা হবে
* ২৬ মার্চ, ২০২০: হোম ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান
স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
* ৩১ মার্চ, ২০২০: অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ বনাম কাতার
স্থান: ঘোষণা করা হবে
* ৪ জুন, ২০২০: হোম ম্যাচ বাংলাদেশ বনাম ভারত
স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
* ৯ জুন, ২০২০: হোম ম্যাচ বাংলাদেশ বনাম ওমান
স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা